আমি যদি ভুলক্রমে কখনও কচ্ছপ হয়ে যাই! যখন তখন ইচ্ছে হলেই উল্টো করা বাটির ভেতর হাত-পা গুটিয়ে লুকিয়ে পড়ব। কেউ তখন খুঁজে পাবে না আমাকে। হঠাৎ দেখে পাথর ভেবে ভুল করবে! ঝড় হবে, বৃষ্টি হবে-আমি ঢুকে থাকব আমার উল্টো করা বাটিতে। দেখতে দেখতে তিনটি বছর কেটে গেল। ২০০৯ সালের এই দিনেই তিন বছরের রিলেশন মাত্র তিন মিনিটে শেষ।
কোন না কোন সময় প্রেমের শেষ তো হতোই, কিন্তু এভাবে হবে কখন ভাবিনি। সামান্য একটু ভুলের কারণে ২০০৭ সালে যাত্রা শুরু করা তিন বছরের সর্ম্পকের ইতি ঘটলো।
তিন বছর পেরিয়ে গেছে।
আট মাস হলো পরিবার তোমাকে পাঠিয়েছে অন্যের বাড়িতে। আজ তুমি একা নও,শৃঙ্খলে আবদ্ধ।
মনে কি পড়ে তোমার, একদিন মুক্ত বিহঙ্গের মতো পুরো মহল্লা চষে বেড়িয়েছো। তোমার কারণে ১১ নম্বর গলিটায় থাকতো পাড়ার ছেলেদের দিনভর আড্ডা। আজ তুমি নেই, গলিটাকে এখন বড় শূন্য মনে হয়। একটি পিপড়ারও দেখে মেলে না আর। মাঝে মাঝে যখন তোমার বাড়ির পাশ দিয়ে যাই্।
হ্রদয় মাঝে একটি গভীর আর্তনাদের সুর বেজে ওঠে। মনের মাঝে লুকায়িত কষ্টগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। অনেকদিন হলো সেই গলিতে যাওয়া হয় না। জীবনের প্রয়োজনে এখন আমি অনেক ব্যস্ত, ক্লান্ত, বিধ্বস্ত।
প্রতিটি মানুষই তার অবস্থান থেকে নিজ ভাবনাটা ভাবে, তুমিও এর ব্যতিক্রম ছিলে না।
অনিশ্চিত ভবিষ্যতের মাঝে তুমি কখনোই নিজেকে রাখতে চাওনি । কত স্বপ্ন দেখেছিলাম, সে স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল। সেদিন স্বপ্ন ছিল টাকার অভাবে পুরণ করতে পারি নি। আজ টাকা আছে,স্বপ্নগুলো আর নেই।
আট মাসে আগে যেদিন তোমার বিয়ের খবর শুনলাম।
নি:শ্বাস বন্ধ হয়ে আসছিলো আমার। নিজেকে এত অসহায়,দুর্বল আর নিস:ঙ্গ মনে হয় নি কখনো। বুকের মধ্যে এতো হাহাকার,এত কষ্ট কখনো জাগে নি। এতো বছর পরও যে তুমি আমার হৃদয় গভীরে রয়ে গেছো আগের মত সেদিন টের পেয়েছি।
দিন শেষে আজ যখন তুমি স্বামীর বুকে মাথা রেখে উষ্ণতা আর ভালবাসা খোঁজ, আমি ব্যস্ত থাকি পুরনো ছবি কিংবা ট্রাংকের ভিতর লুকিয়ে রাখা ধূসর হতে থাকা স্মৃতিগুলো খুঁজে বেড়াতে।
তিন বছরেও হৃদয়ের ক্ষত পুরোপুরি সেরে উঠেনি । একটা সময় ছিল যখন কারো সঙ্গে কথা বলতে, ভাবতাম তুমি অন্য কারো সঙ্গে প্রেম করে বেড়াচ্ছো, এ দৃশ্য আমার কখনই সহ্য হতো না। শুধু বলতে, কারো সঙ্গে কথা বললেই প্রেম হয়ে যায় না। কি অবুঝ ছেলে ছিলাম আমি, যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে অন্য কাউকে নয়….।
ভালবাসা একদিন আমার জন্য ছিলো, আজ অন্যের জন্য তোমার অস্থিরতা।
একবার পালিয়ে আসতে বলেছিলাম, পরিবারের ছেড়ে আসতে রাজি হওনি। নিজের কষ্টটাকে বুঝতে দেইনি সেদিন। আজ তোমার থেকে অনেক দূরে চলে গেছি ঠিকই কিন্তু কাউকে এখনো হৃদয় দিয়ে ভালোবাসতে পারি নি। ভালোবাসাতো আর বিলিয়ে দেবার বস্তু নয় যে, যখন তখন কাউকে দিয়ে দেয়া যায়।
জানি, এখন আর শুন্যতার মাঝে খুজেঁ ফের না অতীতের ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিগুলো।
তাই তোমায় নিয়ে আজ আমার কোনো স্বপ্ন নেই, কোন আশা নেই। তুমি ভুলে গেছো, নাকি এখনও আমায় ভালবাসো এ প্রশ্নেরও উত্তর খুঁজি না। মাঝে মাঝে মনে হয় তুমি আবার ফিরে আসবে । আবার মনে হয় এই কথাগুলো হয়তো আমি একাই ভাবি তুমি আমার মত ভাবনা। তাই ফিরেও আসনা, জানি কোনদিন ফিরে আসবেনা ।
তবুও শুধু অপেক্ষা। আমার কষ্টটা অনুভব করে যদি কোন একদিন ফিরে এসো...........!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।