আজাইরা লেখা পড়ার কোনো মানে হয় না
শিরোনাম দেইখাই সবাই নিশ্চয় ভাইবা নিসেন এইটা আঁতেলিয় পোষ্ট। ভিতরে ঢুইকা দেখেন এইটা কি?
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
=
==
=
=
=
=
==
=
=
Exam শুনলেই আমি ভয় পাই। জীবনে এই শব্দটারে সব থাইকা বেশি ডরাইছি। কিন্তু নেটে ঘুরতে ঘুরতে যখন এই নামের মুভি দেখলাম তখন মুভিটা দেখার শখ জাগলো। আজাইরা কথা বাদ দিয়া রিভিউতে যাই
Exam নাম শুনেই মনে হওয়া স্বাভাবিক মুভির প্রধান বিষয় পরীক্ষা।
আসলেই তাই। একটি জবের লিখিত পরীক্ষাকে কেন্দ্র করেই পুরো মুভিটা। মুভির শুরুতেই দেখা যায় ৮ জন মানুষ এক রুমে ঢুকছে। সবাই ফর্মাল ড্রেসে। ৮ জনের মাঝে একটি বিষয় কমন আর সেটি হলো সবাই ভীত এবং বিধধস্ত।
রুমে কেবলমাত্র ৮ টি টেবিল এবং ৮ টি চেয়ার। সবাই বসার পরে দেখতে পায় তাদের সামনে একটি করে কাগজ এবন্দ পেন্সিল রাখা। কিছুক্ষন পরে পরীক্ষক রুমে ঢুকেন এবং তাদেরকে পরীক্ষার নিয়ম বলেন। নিয়মের মাঝে প্রধান হলো তারা কখনই তাদের Exam Paper ইচ্ছাকৃত অথবা দুর্ঘটনাবশত নষ্ট করতে পারবে না। তাদের জন্য শুধুমাত্র একটি প্রশ্ন আছে এবং এই একটি প্রশ্নই তাদের পরীক্ষা দিতে হবে।
আর এজন্য তারা পাবে ৮০ মিনিট। সময় যাবার সাথে সাথে তাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং একে অপরকে বিশ্বাস করতে হবে। আর এর ফলাফল একটি মাল্টি ন্যাশনাল কোম্পানীতে উচ্চ পদবীর চাকরি।
ছবির গল্প আপাতত আকর্ষনীয় মনে হলেও দ্বিতীয়ভাগে মুভিটি কিছুটা তাল হারিয়ে ফেলে। যদিও থ্রিলার জেনার এর মুভি তারপরেও এই প্লটে মুভিটিকে যতটা থ্রিলিং করা যেত ততটা করা হয়নি।
মুভির দ্বিতীয়ভাগে একটি রোগের কথা বলা হয়। যদিও এই ব্যাপারটি বাদ দিলেও চলত।
মুভিটিতে মাত্র একটি সেটই ব্যবহার করা হয়েছে কিন্তু তারপরেও সেট ডিজাইনাররা অনেক কষ্ট করেছেন এই একটি সেটকেই আকর্ষনীয় এবং ব্য্যবহুল বানাতে। আমার মতে তারা সফলও হয়েছেন।
ডিরেক্টর Stuart Hazeldine এর ডেব্যু মুভি এটি।
কিন্তু আমার মতে অন্য ডেব্যু ডিরেক্টর থেকে Stuart Hazeldine অনেক ভালো কাজ করেছেন। ৮ টি ক্যারেক্টারের সবাই যথেষ্ট ভালো অভিনয় করেছেন এবং সবাই নিজের ক্যারেক্টর এর জন্য উপযুক্ত ছিলেন। মুভির প্রধান বিষয় Exam এবং পরীক্ষার্থীদের নৈতিক মুল্যবোধ।
IMDB Rating : 6.7/10
My Rating :6.o/10
অনেক বকবক করলাম। অনেক আজাইরা প্যাচালও পাড়লাম।
কেউ যদি আমার কাছে জানতে চায় এই মুভি দেখবে কি না, আমি বলবো দেখার জন্য কারণ একটি সেট নিয়ে মুভি হলেও বোর হবার মত কিছুই নাই। ৮০ মিনিট আপনাকে মুভিতে ধরে রাখার সব উপকরণ Exam এ আছে।
Exam : Who Will Get The Ultimate Job?
টরেন্ট লিঙ্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।