আমাদের কথা খুঁজে নিন

   

সাইকো

কলার বাজার খুব সস্তা একটা সমস্যা প্রায় রাতেই হচ্ছে । শেষ রাত্রিতে সাময়িক সময়ের জন্য নিজেকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে হয় । অথবা মন চায় কাউকে খুন করি । ধারালো ছুরি দিয়ে কারো গলা কেটে ফেলি আর দাড়িয়ে দাড়িয়ে তার চিৎকার দেখি । হায়েনার মত পৈশাচিক আনন্দে মাংস ছিঁড়তে মন চায় কোনো হরিণীর । কাল সকালে যখন ঘুম থেকে উঠবো এই লেখা দেখার পর মনে প্রশ্ন আসবে আসলে কেন লিখেছিলাম এসব ??? অবাক হব । মনের ভাষা লেখার মত যথেষ্ট উপমা কিংবা শব্দ পাচ্ছি না । তখন খুন করার ইচ্ছা টা আরও প্রবল হয় । আর আফসোস হয় কেন আমি নই কোনো কাজী নজরুল কিংবা কবি সুকান্ত ??? কেন আমাকে দেওয়া হল না হারিকেনের মত প্রবল শক্তি কিংবা অ্যাটম ব্যোমের মত তিব্র ধ্বংসাত্মক ক্ষমতা ??? কেন পৃথিবীর প্রতি টা ঘরে দাউ দাউ করে আগুন জ্বলে না ??? কিন্তু শেষ পর্যন্ত আমার রাত শেষ হবে অপর্যাপ্ত সিগারেটের ছাই দিয়ে ... রাত ৩:৪৭ মিনিওন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।