আমাদের কথা খুঁজে নিন

   

বিসিবির ওয়েবসাইটে বিশ্বকাপ নেই!

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...।

বিশ্বকাপের সহ-আয়োজক বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়েবসাইটে বিশ্বকাপ সম্পর্কিত কোনো তথ্য নেই। অথচ এই বাংলাদেশেই পাঁচ দিন আগে বিশ্বকাপের পর্দা উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট http://www.tigercricket.com এ দেখা যায়, ওয়েবসাইটটি সর্বশেষ আপডেট করা হয়েছে ২০১০ সালের ৩০ অক্টোবর। ওয়েবসাইটে লেখা আছে- টাইগারক্রিকেট ডটকম ইজ আন্ডারগোয়িং এ রিডিজাইন।

দিস ইজ এ টেস্ট। (টাইগারক্রিকেট ডটকমের পুনর্বিন্যাসের কাজ চলছে। এটি পরীক্ষামূলক ওয়েবপৃষ্ঠা) ওয়েবসাইট 'আপডেটেড' না থাকার কথা স্বীকার করে বিসিবির মিডিয়া ও কমিউনিকেশন উইংয়ের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস বলেন, "কন্সট্রাকশন চুক্তি জটিলতার কারণে ওয়েবসাইটটি আপডেট করা সম্ভব হয়নি। " বিশ্বকাপের মতো এতো বড় আয়োজনে ওয়েবসাইটের মতো 'সামান্য' বিষয়টি কোনো দুর্বলতা নয় বলেও মন্তব্য করেন তিনি। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে বিশ্বকাপের তথ্যসহ 'সবকিছু' দিয়ে ওয়েবসাইটটি আপডেটেড করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশ্বকাপের সহআয়োজক দেশের ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের এমন 'দৈন্যদশার' কঠোর সমালোচনা করেছেন এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, অফিশিয়াল ওয়েবসাইটে আপডেটেড তথ্য না থাকাটা বড় ধরনের ভুল। বিসিবির ছোটখাটো ভুলের কারণে সহ-আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের পুরো আয়োজনই প্রশ্নবিদ্ধ হতে পারে। টাইগারক্রিকেট ডটকমের মূল পৃষ্ঠায় 'বিসিসি কনস্টিটিউশন' লিঙ্কে ক্লিক করলে দেখা যায় পিডিএফ ফরম্যাটে ২৫ পৃষ্ঠার বিসিবির সংবিধান রয়েছে। 'কমিটি' লিঙ্কে রয়েছে বিভিন্ন কমিটিতে পদপ্রাপ্তদের বিস্তারিত তালিকা।

'অরগানোগ্রাম'-এ আছে এক পাতার চার রঙের একটি পিডিএফ ফাইল, যা খালি চোখে পড়া যায় না। এছাড়া 'ডিপার্টমেন্ট', 'ফাইনান্সিয়াল' ও 'আইটিনিনারি' লিঙ্কে ক্লিক করলে দেখানো হচ্ছে 'পেইজ আন্ডার কনস্ট্রাকশন'। মূল পাতায় উপরের ডান দিকে 'স্কোর আপডেট' কলামে দেওয়া আছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ ও সিএবি অনুর্ধ্ব-১৭ দলের তিন দিনের একটি ম্যাচের স্কোর। তবে কবে, কোন মাঠে ওই ম্যাচ হয়েছিল, সে সম্পর্কে কোনো তথ্য নেই। এছাড়া ২০১০ সালের ৩০ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট দলের প্রাথমিক দলের ট্রেনিং ক্যাম্প শুরুর একটি খবর, একই বছরের ২৮ অক্টোবর বিসিবির পরিচালনা পর্যদের ২২তম সভার বিবরণ এবং ২০১০ সালের ২৪ অক্টোবর হোটেল সোনারগাঁয়ে বিসিবির বার্ষিক সাধারণ সভার আরেকটি খবর রয়েছে ওয়েবসাইটের মূল পাতায়।

এ তিনটি খবরের দুটিতেই বিসিরি সভাপতি আ হ ম মোস্তফা কামালের রঙিন ছবি দেওয়া আছে। আর ওপরের দিকের একটি খবরে দেওয়া আছে বিসিবির লোগো। ওয়েবসাইটে কোথাও দশম বিশ্বকাপ ক্রিকেটের কোনো খবরে পাওয়া যায়নি। বিশ্বকাপে সেজেছে ভারত ও শ্রীলঙ্কার ওয়েবসাইট অন্যদিকে বিশ্বকাপের সহ-আয়োজক ভারত (http://bcci.tv/bcci/bccitv/) ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (http://www.srilankacricket.lk) নিজস্ব ওয়েবসাইট সাজানো হয়েছে বিশ্বকাপের সাজে। প্রতিদিনের তথ্যসহ বিশ্বকাপের খবরই এ দুটি সাইটে প্রাধান্য পাচ্ছে।

বিশ্বকাপের খবরের বাইরেও নিজ দেশের ক্রিকেটারদের গৌরবগাঁথাসহ ক্রিকেট ঐতিহ্য তুলে ধরা আছে এই দুটি ওয়েবসাইটে। এছাড়া ওয়েবসাইটের মূল পাতার নকশাতেও দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। বিসিবির ওয়েবসাইটে 'কনটাক্ট আস' অংশে দেওয়া আছে বিসিবির সভাপতি ও তার ব্যক্তিগত সহকারীর নাম-পদবিসহ টিএ্যান্ডটি ফোন ও ফ্যাক্স নম্বর। এছাড়া রয়েছে চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রশাসন, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্ট, মিডিয়া এন্ড কমিউনিকেশনস, গেমস এন্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট, গেম ডেভেলপমেন্ট, ক্রিকেট অপারেশনস, মেডিক্যাল ও উইমেন উইংয়ের কর্মকর্তাদের নাম, পদবি, ফোন-ফ্যাক্স ও ই-মেইল নম্বর। সোমবার দুপুরে মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের জন্য দেওয়া নম্বরে ফোন করার পর সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেওয়া হয়।

পরে আরো কয়েকবার যোগাযোগ করা হলেও কেউ ফোন ধরনেনি। প্রশাসন বিভাগের ফোন নম্বরে চেষ্টা করেও কারো সাড়া পাওয়া যায়নি। বিসিবির অজুহাত বিসিবির মিডিয়া উইংয়ের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ওয়েবসাইটটি নির্মাণের জন্য একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ায় মাঝপথেই কাজ বন্ধ হয়ে যায়। পরে নতুন একটি কোম্পানিকে কাজটি দেওয়া হয়।

"এখন কাজ চলছে। আগামী সপ্তাহ থেকে মোটামুটি আপডেটেড তথ্য পাবেন আপনারা। পুরো কাজ শেষ হতে ১০ দিন লাগতে পারে," বলেন বিসিবির এ পরিচালক। এবারের বিশ্বকাপের সহ-আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার তুলনায় বিসিবির এই দুর্বলতার বিষয়ে প্রশ্ন করলে ইউনুস বলেন, "এটা দুর্বলতা কেন বলছেন! কেন দুর্বলতা খুঁজছেন? আপডেটেড ওয়েবসাইট না থাকায় দুর্বলতার কিছু নেই। আমি তো আসল বিষয়টি বুঝিয়ে বললাম।

এটা তো একটা সামান্য ব্যাপার, তাই না। বিশ্বকাপের মতো বড় আয়োজন করলাম, এটা তো কিছু না। আর আমরা এটা পারবো না তা তো নয়। " সংসদীয় কমিটির উদ্বেগ বিশ্বকাপ ক্রিকেটের তথ্য আয়োজক দেশের ওয়েসাইটে না থাকার বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, বিসিবির ওয়েবসাইট থেকে সারা বিশ্বের মানুষের হালনাগাদ তথ্য পাওয়ার কথা।

সেখানে হালনাগাদ তথ্য না থাকাটা বিসিবির জন্য বড় ধরনের দুর্বলতা। "বাংলাদেশ এতো বড় একটি আয়োজন করলো, তা সারা বিশ্ব জানবে। দেশের কোথায় খেলা হচ্ছে, কখন খেলা হবে, কারা দলে আছে- এটা তো তারা মোবাইল করে জানবে না। দেশ-বিদেশের মানুষ অনলাইনে সেটা জানবে। অথচ ওয়েবসাইটে হালনাগাদ তথ্য নেই।

এটা বিসিবির বিরাট ফল্ট," বলেন তিনি। কমিটির পক্ষ থেকে বিসিবিকে ওয়েবসাইট হালনাগাদ করতে বলা হবে বলে জানান এই সাংসদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.