আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে চ্যাট করুন আরামসে[যারা এখনো জানেন না তাদের জন্য]

Mind is like water, when its agiated it becomes difficult to see but if you allow it to settle, the answer becomes clear
যারা ফেসবুকে নিয়মিত চ্যাট করেন তাদের জানেন ওয়েবপেজে চ্যাট করা কি ঝামেলা! মাঝে মাঝে মেসেজ আসেনা। পেজ রিফ্রেস করলে দেখা যায় আপনার ওপাশের মানুষ ৪-৫ টা মেসেজ দিয়ে বিরক্ত হয়ে চলে গেসে অনেকেই অনেক ক্লায়েন্ট ইউজ করেন হয়তো। কিন্তু ভরসা কিসে?! যদি পাসওয়ার্ড চুরি করে নেয়! যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল। শালার ইবাডি দিয়ে প্রথমদিন ঢুকেই দেখি পাসওয়ার্ড কাজ করছেনা। পরে পাস রিকভারী করতে হয়সে।

তবে মিগকে হয়ত ভরসা করতে পারি। তবে এখানে যেটার কথা বলছি সেটা পিসি থেকে মানে ডেস্কটপ থেকে ব্যবহার উপযোগী। এই লিংকে প্রবেশ করুন। এবার Pidgin এ ক্লিক করুন। এভাবে চ্যাট করার জন্য অবশ্য ফেসবুকের ইউজারনেম সেট করে নিতে হবে।

ফেসবুক যা যা করতে বলে করে ফেলুন। আর Pidgin না থাকলে নিচে এখান থেকে ডাউনলোড করে নিন। আর পাই কে!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.