আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে মন্তব্যকারিদের কথাবার্তা আর মূল আলাপ

বদলে গেছি

আজকে আমার লেখা প্রথম আলোর ফান ম্যাগাজিনের নির্ল্লজ্জ প্রপাগান্ডা শীর্ষক ব্লগে বিভিন্ন ব্লগার দের দেওয়া মন্তব্য বেশ মজার মনে হয়েছে। আমার বিশ্বাস এ মন্তব্যগুলো অন্য ব্লগারদের ভাবতে সাহায্য করবে। তাই নিচে আমার জবাব সহ মন্তব্যগুলো দিলাম। আমার লেখা আজকের ব্লগ হা...হা...হা... বলেছেন: কোন পত্রিকার পক্ষে কাজ করছেন? প্রথম আলুর ফান ম্যাগজিনের সকল লেখা শুধুমাত্র ফান করার জন্য। যারা এগুলো বিশ্বাস করে, সিরিয়াসলি নেয় তারা উন্মাদ বা পাগল।

আপনি কি পাগল? জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন আপনার জবাবটি লিখুন ২১ শে জুলাই, ২০১০ সকাল ১১:২৭ লেখক বলেছেন: ধন্যবাদ। প্রথমে আপনার বোঝা দরকার প্রথম আলো এ দেশে আক্ষরিক অর্থে প্রথম আলো। এ দেশে মিডিয়া দিয়ে কীভাবে ব্যবসা করতে হয়, কাকে বলে বস্তুনিষ্ঠ সংবাদ, কাকে বলে পেশাদার সাংবাদিকতা তা প্রথম আলোই আমাদের দেখিয়েছে শিখিয়েছে। অন্য যে কোন পত্রিকার চাইতে এর প্রচার সংখ্যা ও পাঠক প্রিয়তা বেশি তাই দেশের প্রিন্ট মিডিয়ার বর্তমান হাল হকিকত বুঝতে হলে প্রথম আলোকেই বেশি নজর দিতে হয়। এবার আসুন তাহলে আরেকটি কথায় যুদ্ধাপরাধের যে বিচারের দাবি এ ছড়াকার জানিয়েছেন তা বিশ্বাস করবে, সিরিয়াসলি নেবে শুধু উন্মাদ বা পাগল!!! হ্যা লিপম্যান অবশ্য বলেছেন গণতন্ত্রের এলিট শ্রেণীর বাইরে যারা থাকেন তারা উন্মাদ পাগল উদ্ভ্রান্ত বটে।

আপনি বোধ হয় খেয়াল করেছেন এ লেখাতেই আমি সে কথা বলেছি। এবার আসেন বলি আমি কোন মিডিয়াতে কাজ করি। আমি কোন মিডিয়াতে কাজ করি না তবে দশ বছর ধরে মিডিয়ার বিভিন্ন বিষয় শিখছি। তাই আমার কাছে স্টার প্লাসও যা রসালো ও তাই। একইভাবে কর্পোরেট মিডিয়া যে নিস্পেশনের রাজনীতি চালু রাখে নিজেদের ব্যবসার স্বার্থে আমাদেরকে নিরূপায় করে রাখে সে ব্যাপারটা বুঝে নিতে চাই।

আমি তো বাবা আপনার পক্ষে, আমাদের পক্ষে, জনগণের পক্ষে বললাম কিন্তু আপনি ক্ষেপে কেন গেলেন বুঝতে পারলাম না। মুছে ফেলুন ২. ২১ শে জুলাই, ২০১০ সকাল ১১:১৯ লেবফিউম বলেছেন: মিডিয়াই তো আমাগো খাইলো, এখন বাকশাইল্লা মুজিব পিতার সন্তানেরা মাইনাস দিয়া যাইব জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন আপনার জবাবটি লিখুন ২১ শে জুলাই, ২০১০ সকাল ১১:৩৩ লেখক বলেছেন: বাকশাল বলতে আপনি কী বোঝেন আমি জানি না। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ এর সংক্ষিপ্ত নাম বাকশাল। যা শেখ মুজিবুর রহমান গঠন করেছিলেন। এবং বর্তমান রাজনীতিতে একে স্বৈরতন্ত্রের বিশেষণ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে মুজিব পিতার সন্তানেরাই শুধু বাকাশাল নয়, বাকশাল চারদলীয় জোট, বাকশাল বুশ ব্লেয়ার আর ওবামা প্রশাসনও। বকশালীরা এ লেখায় মাইনাস দেবে স্বাভাবিক। আবার যারা নিজের ভালটা বোঝেনা তারাও। মুছে ফেলুন ৩. ২১ শে জুলাই, ২০১০ সকাল ১১:১৯ ওয়ান ম্যান বলেছেন: না না, এটা কোন ভাবেই সম্ভব না!! প্রথম আলোর দ্বারা সম্ভব নয় পাঠককে প্রশিক্ষণ দেয়া।

পাঠককে নিজে থেকেই শিখে নিতে হবে, একটি ফান ম্যাগাজিন কিভাবে পড়তে হয়। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন আপনার জবাবটি লিখুন ২১ শে জুলাই, ২০১০ সকাল ১১:৪৬ লেখক বলেছেন: বাহ খুবই মজার মন্তব্য। আমাদের দেশে ফান ম্যাগাজিনের পথ দেখিয়েছে প্রথম আলোই। তারা প্রশিক্ষণও কিন্তু দিয়েছে তাদের আল পিন । সেখানে বলেছে এখানে উল্লেখ করা সমস্ত ঘটনা চরিত্র কাল্পনিক, কারও সঙ্গে মিলে গেলে তা নিতান্ত কাকতাল মাত্র।

এভাবেই আমাদেরকে প্রথম আলো প্রথমে আমাদেরকে ট্রেনিং দিয়েছে কীভাবে গাটের পয়সা খরচ করে সংবাদের সঙ্গে কাল্পনিক (আজগুবি?) ঘটনা পড়তে হয়। তার পথ ধরে বিভিন্ন পত্রিকাও ফান ম্যাগাজিন খুলে আমাদেরকে সে ট্রেনিং একই ভাবে দিয়েছে। আলপিনের নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর ভিন্ন সংস্করণ হিসেবে মাঠে এসেছে রসালো। তো আমি পয়সা দিয়ে সংবাদের সঙ্গে বিজ্ঞাপন কিনছি, কিনছি মতামত, কার্টুন, ভাড়ামো সবই। সেই কার্টুন, সংবাদ, মতামত ভাড়ামো সবই কিন্তু আমাদেরকে নিরুপায় করে দিয়ে একটি মাত্র দাবিতে ঐক্যবদ্ধ করছে তা এ লেখাতেই আমি বলেছি।

পাঠক ভাই তো গ্রামীণ ফোনের নির্যাত নিপীড়নের কোন খবরই পায় না ২৮ থেকে ৩২ পৃষ্ঠার ৮ টাকা মূল্যের প্রথম আলো সহ যে কোন একই মানের সংবাদপত্রে। কয়লা উত্তোলন বিষয়ে কোন ক্রোড় পত্রও পায় না । সম্ভবত কাগজের অভাবে। কিন্তু রসালো ঠিকই পায়। এবার আসুন এ ফান ম্যাগাজিনটা কেন? যাতে আপনি পত্রিকা পড়ার পর নিজের যেসব দাবির কথা ভাবেন তা ভুলে গিয়ে কিছুক্ষণ নির্মল বিনোদন পান।

(এটা কিন্তু আপনার কথার ইঙ্গিতও)। সেখানে একটা রাজনীতি বিষয়ক ছড়াকেও আপনার নিতান্ত কাকতাল আর কাল্পনিক হিসেবে নিতে হবে এটা প্রথম আলো সহ সব ফান ম্যাগাজিনেরই ট্রেনিং। আপনি বোধ হয় খেয়াল করেছেন। আমি শুধু আপনাকে বলতে চেয়েছি কীভাবে ফানের মধ্যেও আপনাকে নির্বিকার করে ফেলে পুঁজিবাদের এ মিডিয়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.