একজন ভীরু মানুষ... ইহা একটি আশ্চর্যবোধক (!) চিহ্নিত পোস্ট। আমার ফেসবুক ষ্ট্যাটাসগুলো নাকি অনেকের কাছেই আপত্তিজনক মনে হয়! অতি আওয়ামী লীগপন্থি-রা মনে করে আমি লীগ বিদ্বেষী আর অতি বিএনপিপন্থী-রা মনে করে আমি বিএনপি বিদ্বেষী! নিজেদের প্রগতিশীল-সুশীল দাবি কারীরা মনে আমি প্রবলভাবে প্রাচীন মন-মানসিকতার ধর্মপন্থী আর অতি ধর্ম ক্যাচাল পছন্দকারীরা মনে করে আমি অবিশ্বাসী টাইপ! খাইতে যাচ্ছি, হাইগা আইলাম, খুব মিস করছি, মনটা বড় খারাপ, তিনদিন গোসল করি নাই টাইপ ষ্ট্যাটাস যারা দেয় তারা ভাবে, আমি কি লিখি এসব ফেসবুকে! যারা অতি-আধুনিক আর আপডেটেড ফেসবুকার তারা নানান ওয়েষ্টার্ন কালচার অনুযায়ি লেদালেদি নিয়া ফেসবুকিং করে আর ভাবে, ‘WTF he is writing, bullshit!’ অপরদিকে যারা প্রমিত ভাষায় ফেসবুকিং করেন তারা ভাবে আমার ভাষা অশ্লীল! আমার ষ্ট্যাটাস গুলো কি এতটাই কনফিউজিং! তবে একটা ব্যাপারে আমি বোধহয় বেশ পরিষ্কার তাই এসংক্রান্ত ফেসবুকার-রা আমার ব্যাপারে কনফিউজড না ; ব্যাপারটা কিছু লুল টাইপ মানুষ সংক্রান্ত যারা ফেসবুকে আসে অপর লিংগের প্রতি বিশেষ(!) উদ্দেশ্য নিয়ে, এরা আমাকে বিশেষ অপছন্দ করে, তাদের স্ট্যাটাস আর ট্যাগে করা আমার মন্তব্য বেশিরভাগ সময়ই মুছে দেয়া হয় বা গোপন করা হয় কোন অজানা কারণে! আমার ষ্ট্যাটাস কখনো কখনো তাদের গাত্রদাহের কারণও হয়ে থাকে। তবে মজার বিষয় হচ্ছে যাদের নিয়ে এতক্ষন লিখলাম তারা কেউ আমাকে ফেসবুকে নাড়াচাড়া করে না কিন্তু অন্যকোন মাধ্যমে যোগাযোগ হলে ইংগিতপূর্ণ(!) কথা বলেন! আজব! ফেসবুকে আমি কি এতটাই অশ্লীল যার কারণে সবাই কনফিউজড হয়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।