প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)
১.
রক্ত দিয়ে লিখেছিলাম
প্রেমের একটা কবিতা,
বুঝলো না তার মর্ম
পাশের বাড়ির সবিতা।
২.
আজ মন চেয়েছে
আমি হারিয়ে যাব,
বনে গিয়ে দুজনে
কচি ঘাস খাব।
৩.
যদ্দিন টাকা ছিলো
তুমি ছিলে পোষা বিড়াল,
আজ আর টাকা নেই
তুমি দিলে সোজা উড়াল।
৪.
প্রিয়তার জন্য সব অনুকাব্য
সব ভালোবাসা শ্রাব্য-অশ্রাব্য!
৫.
কনে দেখার হাটে তুমি
স্ব-যোগ্যতায় নির্বাচিত,
ভালোবাসার হাটে আমি
অযোগ্যতায় নির্বাসিত।
৬.
যখন তুমি যত্ন করে
ঠোঁটে মাখো লিপিস্টিক,
আমি তখন শিবির পিডাই
হাতে নিয়ে হকিস্টিক।
৭.
তোমার মেয়ে আছে বলে
চাচী গো,
বেঁচে বর্তে আজো আমি
আছি গো।
৮.
তোমার যখন পিৎজা শপে
সময়গুলো যায় বয়ে,
আমার তখন জব সার্চে
জুতার তলা যায় ক্ষয়ে।
৯.
মাসের শেষে বেতন পেলেই
তোমার শপিং করা চাই,
এদিকে আমার ছেঁড়া স্যান্ডেল
কত আর বলো পরা যায়?
১০.
গল্প লিখি কাব্য লিখি
সংসারের না ধার ধারি,
তিনমাসেই বউ পালালো
ফিরলো না তো আর বাড়ি।
১১.
দিলরুবার হাসি আর
মারুফার ইশারায়,
প্রতিদিন নোটিশ ছাড়া
আমি ভাই দিশ হারাই।
১২.
ঘুমের মাঝে স্বপ্ন দেখি
তুমি আমার পাশে,
জেগে দেখি তুমি নেই
কোলবালিশ টা আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।