আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিকথা : আমার মুসলমানী(সুন্নতে খৎনা), ভয়ে খাটের তলে পলায়ন এবং ধরা খাওয়া অতঃপর প্রিয় জিনিসের মাথা হারানো

আমার ব্লগ আমি আমার ডায়েরীর মতো করে ব্যবহার করি। এখানে আমি একটা গল্প অথবা কবিতা লিখতে পারি, অথবা আজকে কিসের তরকারী দিয়ে ভাত খেলাম, সেইটাও লিখতে পারি। । আমারে যেদিন মুসলমানী করানো হইলো, সেদিন আমি জানতামই না, আজই আমার নুনু কাটানো হইবো। সকাল থেইকা আমাদের বাড়ি ভরা মেহমান।

এত্ত মানুষ দেইখা একটু পরপরই মা’র কাছে গিয়া জিগাই, “মা আইজকা কি কারও বিয়া? বাড়ি ভরা এত্ত মানুষ ক্যান?” মা, চাচি, দাদি আর বড় বইনেরা সবাই আমার কথা শুইনা খালি হাসে। আমারে লক্ষ্য কইরা কয়, “হ। আইজ তোর বিয়া। ” আব্বা একটু পরপর আইসা বাসার মহিলাদের ঝারি মারে, “এখনও কত্ত কাম বাকী! রান্না-বান্না শুরুই হয়নাই। ওইদিকে হাসেম ভাই(যিনি নুনুর গলা কাটে ) আইসা পড়লো বোধহয়!” আমি তখনও কিছু টেরই পাইলাম না।

বাড়ির উত্তর দিকের বিশাল পেয়ারা গাছ থেইকা বিশাল একটা পেয়ারা জব্দ কইরা গাছের ডালে বইসাই কামড়াইলাম। গাছের নিচ দিয়া কেও গেলে ছোট ছোট পেয়ারা তাদের মাথায় ফালাইতে চেষ্টা করলাম। আমার ছোটভাই রাকিব, প্রায় আমার সম বয়সী। ও তখন গাছে উঠতে পাড়তো না। আমারে গাছে উইঠা পা ঝুলাইতে ঝুলাইতে পেয়ারা খাইতে দেইখা খালি হিংসায় জ্বলতো।

গাছের উপর থেইকা ওরে ভেঙ্গাইলে ঢিল ছুঁড়ে মারতো আমারে লক্ষ্য কইরা। এবং আমার শরীরে যখন ঢিল লাগতো না, তখন ও এম্নিতেই কাইন্দা দিতো। কানতে কানতে মা’র কাছে গিয়া মা’র আচল ধইরা টানাটানি করতো। মা বিরক্ত হইয়া ধুম ধুম কইরা আরও দুইটা দিয়া বসতো পিঠের উপ্রে। যাইহোক, দুপুর বেলায় হাসেম চাচা তার হারমোনিয়াম, তবলা, আরও কি সব বাদ্যযন্ত্র নিয়া বাড়িতে হাজির।

সাথে আরও দুইজন ছ্যামড়া(ছেলে)। এতক্ষণে আমি আসল ব্যাপারটা বুইঝা ভয়ে কাঁপা শুরু কইরা দিলাম। আরও জানতে পারলাম, আমাদের দুই ভাইকে একই সাথে মুসলমানী কারানো হইবো। আশ্চর্য হইয়া লক্ষ্য করলাম, আমি যখন ভয়ে কাঁপতেছি, তখন ছোটভাই এই খবর শুইনা বেজায় খুশি। আমি এই অমানুষিক নির্যাতন থেইকা বাচার জন্য খাটের তলে গিয়া পালাইলাম।

চুপ মাইরা বইসা রইলাম। কিছুক্ষণ পর আমারে খোঁজা-খুঁজি শুরু হইয়া গ্যাছে। এমন সময় দেখলাম একটা মাকড়সা টিপটিপ কইরা আমার দিকে আসতেছে। আমি ভয়ে দিলাম এক চিক্কুর! অতঃপর যা হবার তাই হইলো। ধরা খাইলাম।

যথাসময়ে আমারে খাটের নিচ থেইকা বাইর করা হইলো। অনাকাঙ্ক্ষিত স্থানে গিয়া দেখি ছোটভাই রাকিবের কাম মাশাল্লাহ হয়ে গেছে। সে লেংটু হইয়া শরীরের বিশেষ অংশের দিকে তাকাইয়া মিটিমিটি হাসতেছে। পেছন থেইকা হঠাত কেও একজন আমার চোখ ধরলো শক্ত কইরা। আরেকজন পেছন থেইকা দুই হাত ধরলো।

সামনে থেইকা কেও একজন টান মাইরা পরনের হাফপ্যান্ট খুইলা ফেললো। দশ-পনেরো মিনিট পর আমি চিল্লানো শুরু কইরা দিলাম- ওরে মা রে!!! ওরে বাপ রে!!!!! অবশেষে হাসেম চাচা বিরক্ত হইয়া আমার চোখ-হাত সবাইকে ছাইড়া দিতে কইলো। আমারে জিগাইলো, এত ভয় কিসের? আমি কইলাম, চাচা! আমার নুনু কাইটেন না! আমার নুনু কাইটেন না! হাসেম চাচা মুখ থেইকা পানের পিক ফালাইয়া হাসতে লাগলো। আমারে কইলো, “কও তো ছাই!” আমি মনে করলাম, ছাই কইলে আমারে মুক্তি দেয়া হইবো। তাই মহা খুশিতে কইলাম, “ছাই!!” “নিচের দিকে তাকায় দ্যাখো, নুনুর মাথা নাই!” আমি নিচের দিকে তাকাইয়া দেখি, সত্যিই নুনুর মাথা নাই।

আমি বিস্ময়ে হতবাক হইয়া গভীর চিন্তায় মগ্ন হইয়া গেলাম, কখন কাজটা করা হইলো? কিছু তো টেরই পাইলাম না!! ওইদিকে হাসেম চাচা তাঁর দলবল নিয়া গান শুরু কইরা দিছে, “শক্ত মাটিত মিশ্যা গেলো, সোহাগ বাপের চক্ষের জঅঅঅঅঅঅঅললল...!!!” ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।