:)
মাঝ দুপুরের ঠিক পরের এই সময়টা কেমন আলসেমি মাখানো সবসময়...কেমন যেন ঘুমিয়ে পড়া!
পড়ার টেবিলে বসে বইএর পাতা উল্টিয়ে যাচ্ছিলাম....মনকে কিছুতেই রাজি করানো যাচ্ছেনা এ রাজ্যে ঢুকে পড়তে...আর কফিমগ থেকে ভেসে আসা সাদা সাদা মেঘ আর জানালার ঘষা কাঁচের ওপারের আবছা মানিপ্লান্ট একসাথে ষড়যন্ত্রে মেতেছে যেন...বারবার ওদের দিকে চোখ চলে যায়......জোর করে যতোবার বইয়ে ডুবে যেতে চাইছি ততোবার ব্যর্থ হচ্ছি ! অনেকক্ষণ লড়ে সিদ্ধান্ত নিলাম এর থেকে ঘায়েল হওয়াই ভাল.. ষড়যন্ত্রে হাসিমুখে ঘায়েল হয়ে কফিমগটা সাথে নিয়ে জানালার কাঁচ ঠেলে মানিপ্লান্টের কাছে দাড়ালাম.........সামনের খোলা আকাশটা আজ মেঘে মাটিতে মাখামাখি...কিন্তু বিষন্ন নয়...অনেক খুশি লুকিয়ে রাখার চেষ্টা করে গম্ভীর ভাব নিলেও হাসির ছিঁটেফোঁটা হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়ে না? ঠিক তেমনি আকাশের অবস্হা আজ !
হাতের হলুদ পেন্সিলটাও ভুলে নিয়ে চলে এসেছিলাম ...ওতে চোখ পড়তেই অনেক অনেক দিন আগে ভুল করে ট্রামে ঢুকে পড়া এক হলুদ প্রজাপতির কথা মনে পড়ে গেল! সামারের সতেজ সবুজ আর হাজারো রঙের ফুল রেখে ও কি করে ওরকম সিগন্যালে দাড়িয়ে ঝিমানো ট্রামে ঢুকে পড়েছিলো ভেবেই আমার হাসি আসছিলো সেদিন...আমার হাসি দেখেই হোক আর ট্রামের আবার হেলেদুলে চলা দেখেই হোক...ও ওর ভুল বুঝে যায় ....নেমে যায় তেমনি হুট করেই...আর আমার সব সময়ই ফ্যান্টাসীতে ভোগা মন ওর যাওয়ার সময় একটু অপ্রস্তুতি মাখানো হাসি খুঁজে নেয় !
অনেক অনেকদিন হয়ে গেল...তারপরতো কতো সামার এসে চলেও গেল....
আচ্ছা এরকম যদি হয়....আবার কোনো এক সামারে আবার সেই ট্রামেই যদি ওই ছোট হলদে প্রজাপতির সাথে আবার আমার দেখা হয়!! সেই একই পথেতো আমি রোজ যাই...যদি এরকম হয় যে সেদিনও ঝিমিয়ে পড়া ট্রামে আমি ... আর, ওরও ট্রামটা দেখে আমার কথা মনে পড়ে গেল! আমায় খুঁজে পেতে ও আর একবার ঠিক ভুলটা করে ট্রামে উঠে পড়লো....আমি হয়তো কোনো বইয়ে ডুবে আছি ...ও এসে হঠাৎ করেই আমার বইয়ের সাদা পাতায় বসে কিছু হলুদ রঙ মাখিয়ে দিল....আমার অবাক হওয়া ভেঙে দুজনের মুখেই অনেক দিন আগের অপরিচিতের পরিচিত হাসি ফুটে উঠলো...কেমন হতো ব্যাপারটা?!!
কিংবা এরকম যদি হয় সোনালী অটামের কোনো এক আলসেমি মাখা বিকেলে আমি কোনো এক হলুদ ডেইজীর মাঠে গেলাম...গাছের পাতাগুলি কোনোটা কমলা , কোনোটা হলুদ আবার কোনোটা টকটকে লাল মেশানো...ডেইজীর রেনুতে বাতাসেও যেখানে হলুদের আভা.....আর... আর সিঁদুর মাখা আকাশের নিচে কোনো এক ডেইজীতে ওই ছোট হলদে প্রজাপতি!!! এলোমেলো হেঁটে এসে হঠাৎ ওকে আবিষ্কার করে প্রথমে অবাক হওয়া !!! ...তারপর যদি আবার দেখা হওয়ার ভাল লাগা ফুটে উঠতো কি দারুন হতোনা?!!
হলুদ পেন্সিলটা হঠাৎ হাত থেকে পড়ে গেল...কখন যে আঙুল আলগা হয়ে গেছে!! ..আর অনেক বাতাস...
কফি থেকে সাদা মেঘ ভেসে আসা থেমে গেছে কখন খেয়াল করিনি.....মানিপ্লান্টটা মৃদু মৃদু কেঁপে উঠছে ক্ষানিক পরপর ...হাসি আটকে রাখার ব্যর্থ চেষ্টার যে ভঙ্গি ঠিক ওরকম! ........ওর দিকে তাকালে আমারও হাসি পেয়ে গেলো ভীষণ! পাগলাটে কল্পনার ঝাপি বন্ধ করে ,খানিকটা হাসি সঙ্গে নিয়ে আর একবার গরম কফির খোঁজে গেলাম আমি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।