আমাদের কথা খুঁজে নিন

   

মাফিয়া শাসন

বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি

আকাশে কালো মেঘ দেখে চিৎকার করে উঠল আদম মালিক -"বৃষ্টি হবে, বৃষ্টি হবে" তিনশত বিঘা জমি পড়ে আছে রাস্তার ধারে মঙ্গায় খেয়ে গেছে ধান টানাটানি পড়েছে চারজনের সংসার রাজকীয় ডানা মেলে উড়ে উড়ে মেঘ চলে যায় দূর থেকে দূরে বহুজাতিক বেনিয়ারা মেঘকেও কিনে নিয়েছে মানুষ জিম্মি হয়ে আছে মৃত্যুর খবরও জানতে পারে না সৃষ্টির খবরগুলো সব সৃষ্টি করা সকালে দরজার নিচ দিয়ে বার্তা আসে -রংচং মেখে। সংবাদপত্র থেকে শুরু করে -জমি তারপর মেঘকেও কিনে নিয়েছে তারা বাতাসকেও, মেঘদূতকেও- বাঘা বাঘা সম্পাদক কিনেছে নতুন পথের দ্রষ্টা মেধাবীদেরেকেও তরুণরা এখন গোলাম হওয়ার জন্যই মেধায় ধার দিচ্ছে- হারিয়ে যাচ্ছে নতুন পথের স্বপ্ন, একিদিন হয়তো দেশটাই কিনে নেবে তারা মাফিয়া শাসনে হারিয়ে যাবে গণতন্ত্রের স্বাধীণতা দেশজুড়ে তখন মঙ্গা হবে নয়তো দেশটাই ভেসে যাবে বর্ষার প্লাবনে। আদম মালিকের মতো হাহাকার করবে কোটি কোটি মানুষ চিৎকার করে মরবে দেশের মানুষ বেনিয়ার দল তখন চিৎকারকেও কিনে নেবে!! ডন আলীম/১৪.০৭.২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।