আমাদের কথা খুঁজে নিন

   

অসমতা



কত রাত হয়,কত ভোর হয় তবু ওদের জীবনের সোনালী ভোর হয় না, জীবনের অলি-গলি হেটে ক্লান্ত জীবন তবু জীবনেরও শেষ হয় না। কত বাস-ট্রাক-ট্রেন চলছে ছুটে বাকা কিবা সোজা পথে খোঁজেও পাচ্ছে ঠিকানা,কিন্তু ওদের জীবনের পথে হাটা আজও শেষ হল না। হেটে-হেটে ক্লান্ত জীবন আঘাতে-আঘাতে বিষন্ন ওদের মন , তবু ছুটে চলে জীবনের পথে ,পৃথিবীর পথে খোঁজে ঠিকানা, খোঁজে অন্ন। এ পৃথিবীতে আজও বৃষ্টি ঝরে,শকুনেরা সব বৃষ্টিতে ভিজে সতজ হয়ে আকাশে উড়ে চলে গ্রহ থেকে গ্রহের পথে। আর ওরা,অলিতে-গলিতে ঘুরে অন্ন খোঁজে অন্ন খোঁজে রাস্তায় -রাস্তায়,নর্দমায় লাঞ্চিত জীবন নিয়ে ছুটে চলে দিনের পর দিন ভেংচি কাটে অন্ধকার অপদেবতা। যে শিশু আজ ফুটপাথে ঘুরে ক্ষুধার তাড়নায় করেছে রুটি চুরি, পারিনি তার খাদ্যের সংস্থান দিতে অথচ !সভ্য বলে দাবি করি। হতে পারে কালো কিংবা বাদামী ওরাও মানুষ,ওদেও রক্ত লাল টকটকে লাল , তবে কেন ওরা বঞ্চিত হবে চিরকাল। ভাংতে হবে আধার,ভাংতে হবে পাহাড় পৃথিবীর পরে পৃথিবী আনিয়া সাজাব নতুন করি, শীত নিদ্রায় যেয়ো নাক বেরিয়ে এসো বজ্র মুষ্ঠি ধরি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।