আগামীর স্বপ্নে বিভোর...
সম্প্রতি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন এক ফাইটার প্লেন তৈরির ঘোষণা দিয়েছে। আনম্যানড কমব্যাট এয়ার ভেহিকল (ইউসিএভি) শ্রেণীতে সেমি-অটোনোমাস স্টিলথ এয়ারক্রাফটটির নাম টারানিস। এটি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন। খবর বিবিসি অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এই প্লেন তৈরি করতে সময় লেগেছে ৩০ লাখ ঘন্টা।
আগামী বছর এটি পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ানো হবে বলেই আগাম জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী।
তিনি আরো বলেন, এই প্লেন তৈরি প্রযুক্তি এবং নকশায় দেশটির এগিয়ে যাওয়ার বিষয়টিই তুলে ধরে’।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এই প্লেনের নামকরণ করা হয়েছে প্রাচীন বজ্রদেবতা টারানিসের নামানুসারে। এই প্লেন শত্রু এলাকায় ঢুকে আঘাত হানতে সক্ষম। টারনিস প্লেন অনেকটা এমকিউ-১ প্রিডেটর-এর মতো।
এ প্লেনটি হেলফায়ারের মতো মিসাইল বহন করে।
জানা গেছে, এ প্লেনটি যুক্তরাজ্যের মনুষ্যবিহীন ফাইটার প্লেন তৈরির ক্ষেত্রে প্রথম পদক্ষেপ।
খবরটা এখান থেকে প্রাপ্ত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।