গ্যালিলিও মহাকাশ নেভিগেশন ব্যবস্থার একটি নীলনক্সা
গ্যালিলিও মহাকাশ নেভিগেশন ব্যবস্থার একটি নীলনক্সা
বেশ দেরিতে হলেও ইউরোপীয় কমিশন বহুল প্রত্যাশিত গ্যালিলিও মহাকাশ নেভিগেশন ব্যবস্থা নির্মাণের কাজ শুরু করার সবুজ সংকেত দিয়েছে৷ প্রথম ১৪টি স্যাটেলাইট বা কৃত্তিম উপগ্রহ তৈরি করবে একটি জার্মান কোম্পানি৷
খুব বিলম্বিত হচ্ছিল ইউরোপের গর্বের গ্যালিলিও প্রকল্প৷ ইউরোপীয় কমিশন বৃহস্পতিবারই জানিয়ে দিল যে গ্যালিলিও ২০১৪ সালেই কাজ শুরু করবে৷ অ্যামেরিকার জিপিএস স্পেস নেভিগেশন সিস্টেম-এর বিকল্প হিসেবেই এই ইউরোপীয় প্রকল্পের উদ্ভব৷
ইইউ'এর মহাকাশভিত্তিক এই নেভিগেশন ব্যবস্থার প্রথম ১৪টি স্যাটেলাইট নির্মাণের জন্য ইউরোপীয় কমিশন জার্মানির ওএইচবি সিস্টেমকে ৫৬৬ মিলিয়ন ইউরোর কন্ট্রাক্ট দিয়েছে৷ প্রথম কৃত্রিম উপগ্রহটি ২০১২ সালের জুন মাসেই তৈরি হয়ে যাবে৷ তারপর ২০১৪ সালের মার্চ মাস পর্যন্ত প্রতি ছয় মাস অন্তর আরও একটি করে স্যাটেলাইট নির্মাণের কাজ সম্পন্ন হবে৷২০১৪ সালে কাজ শুরু করবে গ্যালিলিও Bildunterschrift: ২০১৪ সালে কাজ শুরু করবে গ্যালিলিও
গ্যালিলিও-র সমর্থকদের দাবি, প্রযুক্তির দিক থেকে এই ব্যবস্থা হবে মার্কিন জিপিএস'এর চেয়ে উন্নত৷ কেননা গাড়ি, জাহাজ ও মানুষের আরও বেশি নিখুঁত অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করতে সক্ষম হবে গ্যালিলিও৷
গ্যালিলিও নেভিগেশন ব্যবস্থার মোট স্যাটেলাইটের সংখ্যা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াবে ৩২টি৷ প্রকল্পের সঙ্গে যুক্ত কিছু ছোট আকারের কন্ট্রাক্ট পেয়েছে ইটালি আর ফ্রান্সের কোম্পানি৷ ফ্রান্সের আরিয়ানে স্পেস স্যাটেলাইটগুলোকে মহাকাশে উৎক্ষেপণে সাহায্য করবে৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।