আমাদের কথা খুঁজে নিন

   

মজার ঝামেলা



পরপর দুদিন এই ঘটনা ঘটল। দুই জায়গায়। গতকাল বন্ধুর বাসায় গেলাম ক্লাসনোট আনতে। বন্ধু গেছে বাজারে। আমি তার রুমের বারান্দায় বসে চিন্তা করছিলাম এ সময় কি করব।

বারান্দায় অনেক কাপড়চোপড় ছিল। বসে বসে দিবা স্বপ্ন দেখতে শুরু করেছি কেবল। এমন সময় একটা কড়াৎ করে আওয়াজ আর পুরো তার ছিড়ে কাপড় সব আমার গায়ের উপর। বন্ধুর বাসার কাজের বুয়া ছুটে এসে এ অবস্থা দেখে তো খিলখিলিয়ে শেষ। আজ দুপুরে কারেন্ট নেই।

তাই মেঝেতে গড়াগড়ি যাচ্ছিলাম। আর এটা ওটা চিন্তা করছিলাম। আমার আবার বদভ্যাস কোন কিছু সুন্দর করে করা হয়ে উঠেনা। কাপড় রাখার জন্য হেঙ্গার না কিনে কাপড় ঝুলিয়ে রেখেছি পাটের দড়িতে। তো, কিযেন ভাবতে ভাবতে চোখ লেগে এসেছে।

হঠাত আবার সেই মড়াৎ। আর কাপড় সব আমার গায়ে ধরনীপাত হল। আমি রাগ করে আমার মত ঘুমিয়ে পড়লাম। হঠাত ছোট ভাইয়ের খিলখিলানি শুনে ঘুম ভেঙে গেল। কিন্তু আমার কি করার আছে?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.