আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের ইশতেহার ধ্বংসে


আমার নতুন গান আমার প্রিয় কাজ তোমাকে বিচলিত করা আমি তোমার তেমন প্রেমিক নই যে প্রেমিকটা মরা যে দেশে তুমি বেচে আছো সে দেশ তোমার দেশ না যে বেশে তুমি সেজে আছো সে বেশ তোমার বেশ না আমি তুমি সব্বাই এক লোহা কঠিন অপর যদিও ব্যথা,হাসি ,আনন্দ ,কান্না আর প্রেমের গান গায় আমরা, গলায় গলা মিলিয়ে পরস্পর। সূর্যকে তুমি মিথ্যুক বলতে পারো না যখন তোমার বধিরতা প্রখর মাটিকে তুমি বাঁজা বলতে পারো না যখন তোমার হাতের পেশী মন থেকে দূরে অনড় জলকে তুমি বিষ ভাবতে পারো না যখন তোমার বোবা কান্নায় আমার চোখ বদ্ধ সরোবর। আমার একটাই কাজ তোমার জন্য হাতুড়ি গড়া আমি তোমার তেমন নাগর নই, যে নাগরটা মরা যে আলোয় তুমি ছবি আঁকো সে আলো তোমার ভরদুপুরের অন্ধকার যে কালোয় তুমি চাঁদ বানাও সে কালো তোমার অকাল মৃত্যুর গহ্ববর আমি তুমি সবাই হয়ে আছি নিজেদের গুপ্তঘাতক যদিও আমাদের রক্তের লালে অনেক সবুজ মিশে গিয়ে একটাই পৃথিবীর জোয়ার আর রংধনু – যার লোভে অন্ধ ঈশ্বরও পাতক। নিজেকে তুমি একা বলতে পারোনা যখন তোমার মত পৃথিবীও একা নিজেকে লুকাতে পারো না অন্ধকারে শিশুরা তোমাকে খুজছে সূর্যপরী হয়ে নিজেকে ভুলে থেকে পারো না নিজেকে মানুষ ভাবতে যখন একই শেকলে বাধা থাকাকে মানুষ “প্রেম” বলে জানে। আমার প্রিয় রঙ মানুষের ঘামে ভেজা রংধনু যখন তুমি ভালবাসো সব মানুষের ঘামে ভেজা তনু যে দ্বীপে আমাদের সন্তান হবে সে দ্বীপের নাম “তোমার মন” যে তারার আলো হবে ঘরের ছাউনী সে তারার নাম “মানব শিশু” আমি তুমি সব্বাই যেন একটাই আকাশ যদিও আমাদের মনের গান বাজে অজস্র সুরে মনে মন রেখে হাতের উপর রেখে ধানরঙ্গা সোনালী হাত সব মন অজস্র নীল হয় অজস্র আকাশে আকাশে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.