আমাদের কথা খুঁজে নিন

   

২০১৪ ফুটবল বিশ্বকাপের লোগো এবং পূর্বের সব বিশ্বকাপের লোগো একসাথে। (রিপোষ্ট)



গতকাল দিয়েছিলাম এই পোষ্ট কিন্তু আমি নিরাপদ ব্লগার না থাকায় আমার পোষ্ট প্রথম পাতায় আসেনি । এই মাত্র সেইফ হলাম। শেষ হয়ে গেল ২০১০ এর ফুটবল বিশ্বকাপের আসর। এই আসরের অনেক কিছুই হয়তো আমাদের স্মৃতিতে থাকবে আবার অনেক কিছুই থাকবেনা। তার মধ্যে অন্যতম হচ্ছে লোগো।

এবারের লোগোটা অবশ্য আরো কিছুদিন মনে থাকবে, কিন্তু ১৯৯০ এর টা কি মনে আছে অথবা ১৯৯৪ এর? প্রথমে দেখা যাক কেমন হবে আগামী ২০১৪ এ ব্রাজিলে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের লোগো। এই লোগো টি উন্মোচন করা হলো গত চার দিন আগে সাউথ আফ্রিকায় । এই লোগোর নাম "Inspiration" । এতে ব্রাজিলের পতাকার রং হলুদ ও সবুজের সংমিশ্রন আছে। এবার চলুন ১৯৩০ থেকে বর্তমান ২০১০ পর্যন্ত অনুষ্ঠিত সকল বিশ্বকাপের লোগো গুলি দেখি।

সালঃ ১৯৩০ খেলা অনুষ্ঠিত হয়ঃ উরুগুয়ে বিজয়ী দেশঃ উরুগুয়ে সালঃ ১৯৩৪ খেলা অনুষ্ঠিত হয়ঃ ইতালী বিজয়ী দেশঃ ইতালী সালঃ ১৯৩৮ খেলা অনুষ্ঠিত হয়ঃ ফ্রান্স বিজয়ী দেশঃ ইতালী সালঃ ১৯৫০ খেলা অনুষ্ঠিত হয়ঃ ব্রাজিল বিজয়ী দেশঃ উরুগুয়ে সালঃ ১৯৫৪ খেলা অনুষ্ঠিত হয়ঃ সুইজারল্যান্ড বিজয়ী দেশঃ জার্মানী(পশ্চিম) সালঃ ১৯৫৮ খেলা অনুষ্ঠিত হয়ঃ সুইডেন বিজয়ী দেশঃ ব্রাজিল সালঃ ১৯৬২ খেলা অনুষ্ঠিত হয়ঃ চিলি বিজয়ী দেশঃ ব্রাজিল সালঃ ১৯৬৬ খেলা অনুষ্ঠিত হয়ঃ ইংল্যান্ড বিজয়ী দেশঃ ইংল্যান্ড সালঃ ১৯৭০ খেলা অনুষ্ঠিত হয়ঃ মেক্সিকো বিজয়ী দেশঃ ব্রাজিল সালঃ ১৯৭৪ খেলা অনুষ্ঠিত হয়ঃ জার্মানী বিজয়ী দেশঃ পশ্চিম জার্মানী সালঃ ১৯৭৮ খেলা অনুষ্ঠিত হয়ঃ আর্জেন্টিনা বিজয়ী দেশঃ আর্জেন্টিনা সালঃ ১৯৮২ খেলা অনুষ্ঠিত হয়ঃ স্পেন বিজয়ী দেশঃ ইতালী সালঃ ১৯৮৬ খেলা অনুষ্ঠিত হয়ঃ মেক্সিকো বিজয়ী দেশঃ আর্জেন্টিনা সালঃ ১৯৯০ খেলা অনুষ্ঠিত হয়ঃ ইতালী বিজয়ী দেশঃ পশ্চিম জার্মানী সালঃ ১৯৯৪ খেলা অনুষ্ঠিত হয়ঃ আমেরিকা বিজয়ী দেশঃ ব্রাজিল সালঃ ১৯৯৮ খেলা অনুষ্ঠিত হয়ঃ ফ্রান্স বিজয়ী দেশঃ ফ্রান্স সালঃ ২০০২ খেলা অনুষ্ঠিত হয়ঃ কোরিয়া এবং জাপান বিজয়ী দেশঃ ব্রাজিল সালঃ ২০০৬ খেলা অনুষ্ঠিত হয়ঃ জার্মানী বিজয়ী দেশঃ ইতালী সালঃ ২০১০ খেলা অনুষ্ঠিত হয়ঃ সাউথ আফ্রিকা বিজয়ী দেশঃ স্পেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.