আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যযুগীয় কায়দায় কণে দেখা -আমার একটি তিক্ত অভিজ্ঞতা !!!!

আজ নিজের জন্য কনে দেখতে গেলাম । কিন্ত পরিকল্পনা ছিল একটু ভিন্ন কায়দায় কণে দেখব যাতে আমারও দু পসা বাঁচে কণে পক্ষেরও কোন খরচ না হয় । কিন্ত ঘটক সাহেবা চালাকি করতে গিয়ে এমন নির্বু্দিধতার পরিচয় দিলেন যে উভয় পক্ষের বেশ বড় একটা এম্যাউন্ট খরচ হয়ে গেল । যাকগে সে কথা । খাওয়া দাওয়র পর্বটি শেষ হল বেশ ভাল ভাবেই ।

এরপর কণে দেখার পালা । অপেক্ষা করছি বেশ কিছু সময় ধরে । অবশেষে লাল টকটকে শাড়ি পরিহিত পানের বাটা হাতে অন্দর মহল থেকে এসে পড়ল সেই প্রতিক্ষিত ললনা । যাকে দেশীয় স্নো, পাউডার আর লিপস্টিক দিয়ে কৃত্রিমতা দান করেছে । তারই কিছু কাছের মানুষ ।

এসেই শিখিয়ে দেয়া বুলি "আসসালামুয়ালাইকুম" বলে মাঝখানে পেতে রাখা চেয়ারে বসে পড়লেন । এবং শাড়ির ওজন ও গহনার ওজনের সাথে লজ্জার ওজন মিলিয়ে মেয়েটি একেবারে মাটিতে মিলিয়ে যাওয়ার জো হয়ে বসে রইল । যেহেতু আমার কণে আমি দেখতে গিয়েছি তাই কাউকে কোন কিছু বলার সুযোগ দেয়ার আগেই আমি মাত্র তিনটে সাধারণ প্রশ্নবাণ ছুড়ে মারলাম (যতই সহজ প্রশ্ন হোক না কেন ওই মুহুর্তের জন্য তখন ও প্রশ্নগুলো তার কাছে বাণের মতই মনে হয়েছিল )। অবশেষে কোন মতে মেয়েটি প্রশ্নগুলোর উত্তর দিয়ে ধরে প্রণ ফিরে নিল । মোটামুটি তিনটি প্রশ্নেই বুঝেনিয়েছিলাম তার ঠিকানাসহ শিক্ষাগত যোগ্যতা ।

কিন্ত শিক্ষিত ব্যক্তি হিসেবে আমি যেমন মেয়ে প্রত্যাশা করছিলাম মেয়েটি তার ধারে কাছেও ছিল না । তাই আমাদের পাওনা (মেয়েরে সম্মানি) মিটিয়ে দিয়ে দ্রুত প্রসথান করলাম । মধ্যযুগীয় কায়দায় মোটেও কণে দেখার আমার ইচ্ছে ছিল না । যে নীতির আমি সারা জীবন বিরোধী করে এলাম সেই আমিই কিনা তার বাস্তবায়ন ঘটালাম কোন এক ঘটকীর মাধ্যমে । এই ভেবে বড়ই লজ্জিত হচিছ মনে মনে মনে ।

ঘটনাটা যেন -"মাদক বিরোধী মিছিলে যোগ দিলাম মাদক সেবন করে" - এমন দাড়াল । ছি! ছি! ছি! লজ্জায় মারা যাই । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।