আমাদের কথা খুঁজে নিন

   

টিয়া- অক্টোপাসের দৌরাত্ম!



আদিম যুগে মানুষ ছিল প্রকৃতি নির্ভর। প্রকৃতির খেয়ালের ওপর ভর করে তাকে চলতে হতো প্রতিনিয়ত। সভ্যতার আদি লগ্নে তারা নানা কুসংষ্কারে আচ্ছন্ন গিয়েছিল। পুরো মানব জাতি যখনই কুসংষ্কারে নিমজ্জিত হতো তখনই এ ধরাধামে আভির্ভুত হয়েছেন মনিষীবৃন্দ। যুগে এসব মনিষী মানব জাতিকে পত দেখিয়ে কুসংষকারের কবল থেকে মু্ক্ত করতে সচেষ্ট হয়েছেন।

আধুনিক সমাজে বিজ্ঞান মানুষকে পৌছিয়ে দিয়েছে সভ্যতার চরম শিখরে। কুসংষ্কার অনেকটাই মুখ থুবড়ে পড়েছে আধুনিক বিজ্ঞানের কাছে। সভ্যতার এ পর্যায়ে বিজ্ঞান হয়ে উঠেছে মানুষের পথ প্রদর্শক। কিন্তু এ চরম সভ্যতার যুগে এখনো কিছু কিছু জিনিষ আমাদেরকে নতুন করে ভাবিয়ে তুলছে। বিশ্বকাপ ফুটবলের শেষ পর্যায়ে এসে একটি অক্টোপাস হয়ে উঠেছে সারা বিম্বের কাছে আলোচনার বিষয়।

কোন দল হারবে আর কোন দল জিতবে এনিয়ে আমরা দ্বারস্ত হচ্ছি একটি নির্বোধ প্রাণী অক্টোপসের কাছে। দুটি দেশের পতাকার মধ্যে যে পতাকার মাধ্যে অক্টোপাসটি স্থির হবে সেদল টি জিতবে এমন প্রচারনা নিয়ে অক্টোপাসের মালিক এখন ব্শ্বিময় পরিচিত। এখানে একটি ব্যাপার স্বাভাবিক। পতাকা একটি হোক আর দুটি হোক মাছটি তো এক সময় স্থির হবে। আর কাকতালীয় ভাবে এ দেশটি হয়তো এ দিন ভাল খেলে জিততে ও পারে তাই বলে ঐ অক্টোপাসের কৃতিত্ব কোথায় আমার মাথায় আসে না।

বিষয়টি এখন শুধু খেলার মধ্যেই সীমিত নয়। এটা এখন কুটনৈতিক পর্যায়েও এটি কুটনীতির পর্যায়ে আলোচনার বিষয় হয়ে দাড়িয়েঠছ। স্পেনের কাছে অক্টোপসটি এখন রীতিমতো হিরো হয়ে গিয়েছে। নিরাপত্তার খাতিরে তারা এখন অক্টোপসটিকে তাদের দেশে কোন ট্রান্সপোর্ট ফি ছাড়াই নিয়ে যাবার প্রস্তাব দিচ্ছে। হায়রে সভ্যতা! আমরা যখন আমাদেরকে সভ্যতার চরম যুগে বসবাস করছি বলে দাবী করি তখন একটি নির্বোদ প্রাণীর ভবিষ্যত বাণীকে বিশ্বাস করে তাকে নিয়ে এতো মাতামাতি সত্যিই ভাববার বিষয়।

এদিকে ফাইল্যাল খেলাকে সামনে রেখে হাজির হয়েছে টিয়া নামক এরেকটি প্রাণী। সে পক্ষ নিয়েছে নেদারল্যান্ডের আর অকোটাপাসটি পক্ষ নিয়েছে স্পেনের। বিশ্বকাপ ফাইণ্ন্যলের আগে ফুটবল ছেড়ে মানুষ এখন এই দুটি প্রাণীকে নিয়েই আলোচনা করছে বেশি। আর আমাদের কুসংষ্কার মুক্ত করার দায়িত্বে নিয়োজিত সংবাদ মাধ্যমগুলোও তা ফলাও করে প্রচার করে আলোচনার রসদ যুগিয়ে যাচ্ছে। ভাববার সময় হয়েছে আমরা কী সভ্যতার দিকে ধাবিত হচ্ছি না ক্রমশ সেই আদিম যুগে ফিরে যাচ্ছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।