আমাদের কথা খুঁজে নিন

   

ফ্লিকার নয় আগে সামু (একটি শুক্রবার মূলক ছবি পোষ্ট)

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

অনেকদিন যাবৎ একটা গোপন অপরাধ বোধে ভুগছিলাম, আমার ছবি নিয়ে নিকটজনদের অভিযোগ যে আমি, তাদের বিবেচনায় "ভালো" ছবিগুলো শুধু ফ্লিকারে আপলোড করি, সামুতে করি না। এই অভিযোগ গুরুতর, কেননা ভাব ভালোবাসার কথা বললে সামুর প্রিয় ব্লগারদের সাথে আমার নৈকট্য অন্য যে কোন ই প্লাটফর্মের চাইতে বেশি। নিকটজনদের এই অনুযোগ খন্ডাতেই আপনাদের জন্য শুক্রবার মূলক ছবিব্লগ।

আপনাদের পছন্দ হইলে আমি খুশিতে খানখান হয়ে যাব প্রায়। ভালো থাকেন সবাই। স্মৃতি বালক: নবাবগঞ্জের পদ্মার পাড় থেকে তোলা, ২মাস আগে। রঙ এর বন্ধন: বইমেলা ২০১০ চেনা গলি অচেনা পথ: কলেরা হাসপাতালের পেছনের দিক খ্রীষ্টান পাড়ার কাছাকাছি শর্টকার্ট, ১ মাস আগে। ইতিহাসের ঐ পাশে: ১লা বৈশাখ ২০১০, চারুকলা স্পার্ক অফ লাইফ: জাবি, নভেম্বর ২০০৯ সকালের স্মৃতি মন্থন: ১ মাস আগে, আমার মা, বাসায় আকাশের ওপারে আকাশ: গতকাল, ধানমন্ডি লেক আমার ইচ্ছে হল বাজাতে গিটার, মন আমার মন আমার: ৩ মাস আগে তোলা মোহাম্মদপুর শহরে সন্ধ্যা এল: গতকাল, কলাবাগান নগর বালক ১ : গতকাল, ধানমন্ডি লেক শহরের দূর্গটি: গতকাল ধানমন্ডি লেক আমার জানলা দিয়ে গোটা পৃথিবী: কাউরে কইয়েন না, আমার অফিস, গতকাল একাকী উড়াল: জানুয়ারী ২০১০, মহেশখালী যাবার পথে, স্পিড বোটে ঝাকুনি খেতে খেতে শহুরে আকাশ ১: কল্যাণপুর ১ সপ্তাহ আগে তোলা।

শহুরে আকাশ ২: সাত মসজিদ রোড থেকে তোলা, গতকাল। শহুরে আকাশ ৩: দারুস সালাম, ১ সপ্তাহ আগে তোলা। নগর বালক ২: চন্দ্রিমা ২ সপ্তাহ আগে তোলা। বিকেলের প্রতিবিম্ব: ধানমন্ডি লেক, গতকাল। শহুরে বৃক্ষ ১: স্টেডিয়াম মার্কেট, ১ সপ্তাহ আগে তোলা।

শহুরে বৃক্ষ ২: কল্যাণপুর, ২ সপ্তাহ আগে তোলা। শহুরে বৃক্ষ ৩ : মিরপুর ১ এ , ৩ সপ্তাহ আগে তোলা। শহুরে বৃক্ষ ৪ : রাইফেলস স্কয়ারের কাছে , ৪ সপ্তাহ আগে তোলা। নগর বালক ৩: ৩ সপ্তাহে আগে ধানমন্ডি লেক। দ্বৈত সত্তা: টিএসসি, ২ সপ্তাহ আগে।

নারী পুরুষ সম্র্পক, চাবী আর খুঁজে পাই না: ধানমন্ডি ৩ সপ্তাহ আগে। অদেখা আলো, ঘোলা অন্ধকার: গতকাল ধানমন্ডি লেক। পোর্ট্রেট ১ : ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট, ৪ সপ্তাহ আগে। পোর্ট্রেট ২: ধানমন্ডি ৩ সপ্তাহ আগে। ল্যান্ডিং স্টেশন: ৪ সপ্তাহ আগে, ধানমন্ডি লেক।

তো!! নটে গাছটি মুড়োলো, আমার ছবিও এখনকার মত ফুরোলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।