এটুকু সময় তাই কেটে যাক রূপ আর কামনার গানে
জাহাঙ্গীরনগর ভার্সিটির ভিসি ড. আনোয়ার হোসেনের পদত্যাগের জন্য কিছু লোক 'তাজ্জব' এক আন্দোলন শুরু করেছে। অবশ্য তারা শিক্ষক বলে শোনা যাচ্ছে। কিন্তু হাতে গোণা কয়েকজন শিক্ষক গত এক বছরে তিনবার একই ঘটনা ঘটাচ্ছে কেন ? ড. আনোয়ার- মঈন-ফখরুদ্দিন সরকারের বিরুদ্ধে সাহসী ও লড়াকু অবস্থানের ফলে যাকে জেল-জুলুমও সহ্য করতে হয়েছিলো তাকে দেখেছি উত্তাল শাহবাগের সবচেয়ে নিয়মিত, উজ্জ্বল, তেজোদ্দীপ্ত কণ্ঠস্বর হিসেবে। ছাত্র-ছাত্রীদের প্রিয়ভাজন এ শিক্ষক ভিসি হওয়ার পরও সবার মধ্যে একজন সাধারণ কর্মীর মত ছিলো তার উপস্থিতি। সারাক্ষণ তরুণদেরকে উজ্জীবিত করে চলেছেন নিজস্ব ভঙ্গিতে।
ঐ সময়ই ভার্সিটির একজন অসুস্থ ছাত্রকে যথাসময়ে হাসপাতালে না নিতে পারার কারণে মৃত্যু ঘটে। ঘটনার সূত্রপাত তখন থেকে। সুতরাং প্রফেসর আনোয়ারের পদত্যাগ দাবীর সাথে গণজাগরণ মঞ্চের এক অন্যতম শুভাকাংক্ষীর অপমানজনক পরিণতি প্রত্যাশাকারীদেরকে এক সুতোয় বাঁধলে ভুল হয় না। তার ওপর আজ প্রথম আলো এই আন্দোলনের সংঘটকদের অনৈতিক অবস্থান সম্পর্কে যা লিখেছে তা সত্য হলে Click This Link এটাকে গুটিকয়জনের স্বার্থান্বেষী ধান্ধা ছাড়া আর কী বলা যায় ? সরকারের শেষ দিকে এসে এমন আন্দোলনকারীরা বিরোধীদলের কাছে বিশেষ গুরুত্ব পাবেন তাতে সন্দেহ নেই। লক্ষ্যও তাদের তাই।
ফলে তাদের ১২ বা ১৩ দফায় বিশ্ববিদ্যালয় বা শিক্ষকদের স্বার্থ যা কিছু আছে সেটা বাংলাদেশের প্রথম নির্বাচিত ভিসির পদত্যাগ দাবীর জন্য অত্যন্ত দুর্বল। ওগুলো নিজেদের সদিচ্ছা এবং আন্তরিকতা থাকলে সহজেই সমাধান করা যায়। কিন্তু যারা আন্দোলন করছেন তারা তো সমাধান চান না, তারা চান মাঠ গরম করতে। জল ঘোলা না করতে পারলে রাজনৈতিক ফায়দা লুটে নেয়া যায় না। এটা করতে গিয়ে সেই শিক্ষকরা যে রাজনীতির একেবারে তলার পচে যাওয়া অংশে গিয়ে বসলেন সেটা তারা কতটুকু বোঝেন কে জানে ? বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সম্মান এবং অবস্থান নিয়ে সবচেয়ে বেশি ছিনিমিনি খেলা চলে আর সেটা করে তারই সহকর্মীরা যে নিজেই হয়তো ভিসি-প্রোভিসি হওয়ার জন্য এই সর্বনাশা খেলায় মেতেছে।
কী অদ্ভুত আমাদের চাওয়া-পাওয়া !!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।