যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে
ক্যামন যেন সব,
ক্যামন যেন বাস্তবতা,
ছোট ছোট স্বপ্ন,
অনেক অনেক অপূর্ণতা,
অনেক অনেক কল্পনা,
আড়মোড়া ভেঙ্গে
জেগে ওঠা হয়না।
ক্যামন যেন সব,
ক্যামন যেন বাস্তবতা,
উল্টো রথে চলতে থাকা,
কেউ বলেনা, “ঐ পথে যেওনা”।
ক্যামন যেন সব,
অনেক অনেক অস্থিরতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।