জীবন ক্যামন? জীবন ক্যামন
অন্তরাত্মার আকুল শাওয়াল,
জীবন হচ্ছে তরল জল
কিংবা জীবন লোহার ফাল।
তোমার জীবন ভিন্ন স্রোতের
আমার জীবন মহাকাল,
আঁকাবাঁকা ঝুটঝামেলায়
সে ক্যাবল এক নিরেট জাল।
তোমার জীবন বিশাল পদ্ম
আমার কুঁড়ি কীটে খায়,
তোমার আসন বিশ্বমাঝে
আমার নস্ট জীবন কেউ না চায়।
জীবন ক্যামন? জীবন ক্যামন
মহাকালের বড় ধাঁধাঁ,
জীবন যেমন জীবন তেমন
পরিস্থিতির পাঁকে বাঁধা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।