গতকাল সন্ধ্যায় পরীবাগে ওভারব্রীজের নীচে রাস্তা পার হওয়ার সময় বাস চাপা পরে একজন পথচারী মারা গেছেন। তার জন্য সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই। শুধু এইটুকু বলতে পারি প্রতিদিন অফিসে যাওয়া-আসার পথে পরীবাগ ওভারব্রীজের নীচ দিয়ে দৌড়াদৌড়ি করে রাস্তা পার হওয়ার দৃশ্য দেখা আমাদের কাছে একটি নিত্য-নৈমত্যিক ঘটনা। আর এ রকম ঘটনা ঘটতে পারে তা অনুমান করতে পারছিলাম।
টিভিতে খবরটি দেখার পর আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমরা এমন কেন? কেন?? কেন???
ওভারব্রীজ থাকা সত্ত্বেও কেন আমরা ১/২ মিনিট বাঁচানোর জন্য বা একটু কষ্ট কম করার জন্য এভাবে জীবন দিয়ে দিতে হবে। জীবনের মূল্য কি এতই কম?
আমরা ওভারব্রীজ না থাকলে গাড়ী ভাংচুর করি আর ওভারব্রীজ তৈরী করে দিলে আগের মতোই রাস্তা পার হই। কি বিচিত্র আমাদের স্বভাব!!! ("মনে মনে" জঙ্গলের সেই জন্তুটির মত - মাইন্ড লইয়েন না, জ্ঞান দিতেছি)
সবকিছুতেই শর্টকাট।
রাস্তা পার হবেন, আছে শর্টকাট উপায়
স্পোকেন ইংলিশ শিখবেন, আছে শর্টকাট উপায়
শর্টকাট রান্না করবেন, আছে ... ... গুড়া মশলা
শর্টকাট এমবিএ করবেন, আছে এক্সিকিউটিভ এমবিএ
শর্টকাটে বড়লোক হবেন, আছে নানান উপায়
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
শর্টকাটে কবি হবেন, আছে হু ম তরিকা
শর্টকাটে ব্লগে হিট বাড়াবেন, আছে কিছু হট টপিকস যেমন রাজাকার, নারী স্বাধীনতা, ব্রাজিল-আর্জেন্টিনা, ১৮+ ইত্যাদি ... ...
আর এই করতে করতে জীবনটাই শর্টকাট হয়ে গেল!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।