অনেকদিন পর ব্লগে এলাম, সময় পাইনা একদম।
গত সপ্তাহর ঘটনা, ট্যকছি ক্যাবে গন্তব্যে ফিরছিলাম। ইয়ং একজন ড্রাইভার ট্যকছি ক্যাব চালাচ্ছিল। বয়স ২৫-২৭ হবে। বেশ খোশমেজাজি বলে মনে হলো।
খুব ভালভাবে মানে ইফিসিয়েন্টলি গাড়ির স্টিয়ারিং ঘুরাচ্ছিলো। কথা আমিই শুরু করলাম।
জিজ্ঙাসা করলাম, প্রাইভেট কার চালাও না কেন। ড্রাইভার সাহেব প্রশ্ন শুনে খুব একটা খুশি হলো বলে মনে হলোনা। বেশ বিরক্তি সহকারে উত্তর দিলো, চালাইছি অনেক বড়লোকের গাড়ি, তেলে চালাইতো।
অনেক টাকা সাহেবের, তয় ভালো লাগলো না। জিজ্ঙাসা করলাম কেন? বললো, আরাম আছে, সারাদিন চালাইতে হয়না, বাচ্চাদের স্কুল আর মেমসাহেবের মাকেট, কিন্তু। আগ্রহ সহকারে জানতে চাইলাম, কিন্তু কি? বললো, সাহেব আর মেমসাহেব শুধু সন্হেহ করে, ভাবে আমি বুঝি চুরি করে সব তেল বিক্রি করে দেয়। তেল কেনার কথা বললেই, আমার দিকে সন্ধেহের চোখে তাকায়। নিজেকে খুব ছোটো মনে হতো।
বললো, স্যার গরিব মানুস, কয়দিন সহ্য করলাম। পরে আর পারলাম না।
তারপর বলে চললো, চাকরিটা ছেড়ে দিলাম। এখন মহাজন মালিকের ক্যাব চালাই। সারা দিন চালাই আর রাতে বারোটা পয্ন্ত।
সময় অসময়ে খাই। এন্টাসিড সাথে রাখি। রোজগারের টাকা দিয়ে আমার ছোট ভাই অনাস্ পড়ছে, ছোটো বোনের সংসার চলছে, মার চিকিৎসা ইত্যাদি।
মনে মনে ভাবলাম, বেশ কেমন একটা স্বাধিন জীবন চালিয়ে নিচ্ছে। সেই দিক থেকে আমার স্বাধিনতা কত খানি, বেশ ভাববার বিষয়!
এরপর জিজ্ঙাসা করলাম, তোমরা মিটারে ভাড়া নাও না কেন?
বেশ উৎসাহ সহকারে বললো, নিতেই তো চাই স্যার।
জিজ্ঙাসা করলাম তবে সমস্যা কোথায়। বললো, মিটারে ভাড়া নিলে, মহাজনের জমার টাকা উঠেনা। তারপর সবাই জানে মহাজন ৭০০ টাকায় চালাইতে দেয় কিন্তু আমাদের কাছে থেকে নেয় ১১০০ টাকা। না দিলে, নিজের লস। ট্যাকছি চালানোর লোকের অভাব নেই ঢাকাতে।
তারপর বললো, জ্যামের কথা। ১০ থেকে ২০ মিনিটের রাস্তা যেতে দেড় থেকে দুই ঘন্টা লাগে এক এক ট্রিপে। সকাল থেকে রাত বারোটা পযন্ত দুই থেকে আড়াই হাজার টাকা উঠে, তিন বেলা খাবার খাই, স্ট্যাডে দিতে হয়, পুলিশকে দিতে হয়। জিজ্ঙাসা করলাম, কেন পুলিশকে দিতে হয় কেন? বললো, না দিলে রিকুজিসনের নামে আটকে রাখবে (ব্যাপারটা কোনো ব্লগার পুলিশ ভাই কনফামর্ করতে পারবে)। বললাম, ব্যাপারটা বুঝলাম না।
ওর কথা আনুযায়ি যা বুঝলাম তা হলো, রিকুজিসনের ভয় দেখিয়ে ড্রাইভারদের থেকে .........নেয়া একটা রেয়াজ। এ ছাড়া কেসের ব্যাপার সম্পকেও বললো। ঠিক বুঝতে পারি নাই।
তারপর সে কনফাম্ করলো, জ্যাম, পুলিশ, মহাজনের ব্যাপার গুলো না থাকলে, ঢাকাতে মিটারেই গাড়ি চালাবে তারা। ভাবতেই ভালো লাগলো।
কবে সেই দিন আসবে এই ঢাকাতে!
এরপর এক সময় গন্তব্যে পৌছে গেলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।