আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহিন ব্যান্ড এর অফিসিয়াল ওয়েবসাইট, এবং লিরিক্স সমুহ



শিরোনামহিন ব্যান্ড এর অফিসিয়াল ওয়েবসাইট পাখি কথা: জিয়া সুর: জিয়া একা পাখি বসে আছে শহুরে দেয়ালে শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে ফেলে যাওয়া আনমনা শীষ, এই শহরের সব রাস্তায় ধোঁয়াটে বাতাসে, নালিশ রেখে যায় আমি দেখিনি, আমি শুনিনি আমি বলিনি অনেক কিছু জানিনি আমি বুঝিনি তবু ছুটেছি তোমার পিছু আনমনা বসে দেয়ালে, পাখি নির্বাক চোখ রাস্তায়, ধোঁয়াটে শহরের উষ্ণতা বাড়েনা, আনমনা চোখ, অবুঝ চোখ মনের দরজায়, আঙুল রাখেনা কিছু সুর তুমি এনে দাও পাখি নাগরিক কোলাহলে গান গাও, তুমি শীষ দাও, এই শহুরে দেয়ালে ভুলে যাও এই শহরের যত ব্যস্ত জনকথা আমি এসেছি তোমার কাছে এনে দাও স্বাধীনতা দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু জানিনি, আমি বুঝিনি, তবু ছুটেছি তোমার পিছু আমি দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু আমি জানিনি, আমি বুঝিনি, তবু ছুটেছি… তোমার পিছু॥ ক্যাফেটেরিয়া কথা: জিয়া সুর: জিয়া/ফারহান/তুষার পড়ন্ত বিকেল ক্যাফেটেরিয়া উকিঁ দিয়ে দেখি, এক কাপ চা, গরম তৃষ্ণায় অজস্র এলোমেলো শব্দের ভীড়ে তোমার শীতল চোখ ভিজিয়ে যায় আমায়। যেখানে তোমার ঠোঁট ভালোবাসা আমি বুড়ো কবিতার মত চুপচাপ। যেখানে তোমার চোখ খুনী আর আমি খুন হই প্রতিদিন। ইচ্ছেঘুড়ি কথা: জিয়া সুর: জিয়া এই হাওয়ায় ওড়াও তুমি, তোমার যত ইচ্ছে ঘুড়ি চুপি চুপি মেঘের মেলা, তোমার আকাশ করছে চুরি সূর্য বসাও আকাশের নীল, ইচ্ছের রং গোলাপী হলে দিগন্ত রেখায় সূর্য নামে, ব্যস্ত সময় যাচ্ছে চলে॥ হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়, উড়ছে তোমার ইচ্ছে ঘুড়ি ওড়াও ওড়াও সুতোর টানে, আকাশের নীল যাচ্ছে চুরি॥ শুভ্র সেই মেঘের ভীড়ে, তোমার সব ইচ্ছে ওড়ে॥ আকাশ খেয়ালী মনে, হারায় কিছুই না জেনে॥ তোমার সুতোয় বাঁধা আকাশ, ঝড়ো হাওয়ায় তার রং হারালে নির্বাক॥ ইচ্ছে॥ আচমকা॥ দিশেহারা… এই আলোয় হাঁটছো একা, সঙ্গী কর আমায় তুমি॥ বেয়াড়া যত মেঘের ছায়া, করছে চুরি স্বপ্নভূমি নীলের আকাশ গোলাপী হলে, ইচ্ছে ঘুড়ি যাচ্ছে চলে সূতোয় বাঁধা ছাড়িয়ে আকাশ, অন্য ভুবন দেখবে বলে॥ হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়, ভাঙছে তোমার মেঘলা রেখা ওড়াও ওড়াও সুতোর টানে, আকাশ আবার হবে যে দেখা বন্ধ জানালা কথা: জিয়া সুর : জিয়া আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর অবাক রোদ ভেজা তপ্ত দুপুর আরেকবার তোমাদের লাল, নীল রং আনন্দে একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর। সারা বেলা বন্ধ জানালা ...... যদি তোমাদের অনেক শব্দ, আমার জানালায় ছোট ছোট আনন্দের স্পর্শে, আঙ্গুল রেখে যায় যদি সহস্র শব্দের উৎসব থেমে যায় সারা বেলা বন্ধ জানালা ...... যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে, কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায় সারা বেলা বন্ধ জানালা ..... ভালবাসা মেঘ কথা: জিয়া/কাঠুরিয়া সুর : জিয়া মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে, বৃষ্টির নাম জল হয়ে যায় জল উড়ে উড়ে আকাশের গায়ে ভালবাসা নিয়ে বৃষ্টি সাজায় ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে, চেনা অচেনা হিসেব মেলায় ভালবাসা তাই ভিজে একাকার, ভেজা মন থাকে রোদের আশায় ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাংচিল। চুপি চুপি রোদ, উঁচু নীচু মেঘ, সারি সারি গাড়ি দূরে দূরে বাড়ি...... নিভু নিভু আলো, চুপ চাপ সব কনকনে শীত ছম ছমে ভয়...... সংলাপ সব পড়ে থাক, বৃষ্টিতে মন ভিজে যাক ভালবাসা মেঘ হয়ে যাক। ঘুরে ঘুরে যদি, দূরে দূরে তবু মেঘে মেঘে থাক ভালবাসা ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাংচিল। মেঘ ঝড়ে ঝড়ে ...... জল উড়ে উড়ে ..... ভালবাসা তাই ...... ভেজা মন থাক ..... ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়, লাল লাল ফুলে, ছুটে ছুটে চলা ...... আধো আলো ছায়া, গুণ গুণ গাওয়া পুরনো দিনের গল্প বলা ...... সংলাপ সব পড়ে থাকে, বৃষ্টিতে মন ভিজে যাক ভালবাসা মেঘ হয়ে থাক। ঘরে ফেরা পথে, নিরবে নিভৃতে মেঘে মেঘে থাক ভালবাসা ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাংচিল সূর্য কথা: তুহিন সুর : তুষার অচিন পাখি দিল ফাঁকি, উদাস বাউল কাকে ডাকি জলের মাঝে জীবনগুলো, তেপান্তরের পাথর ধুলো সাগর তীরের জীবন দেয়াল, সূর্যটাকে রাখিস খেয়াল ...... গাছের চূড়ায় নতুন শহর, নদী পানি ফুলের বহর সময় কাঁটা আতশবাজি, কাঁটাতারে বৃক্ষরাজি স্বপ্ন দহণ পূণ্য না সয় সত্যবচন ধর্মে না রয় ...... কথার মাঝে নোনা দেয়াল সূর্যটাকে রাখিস খেয়াল ...... কল্প সাধন মাতাল হাওয়া, আপন পথে হারিয়ে যাওয়া জীবন দেখার অবাক টানে, সরল রেখার অন্য মানে তোমার আমার কাঁচের দেয়াল সূর্যটাকে রাখিস খেয়াল ...... http://www.shironamhin.net/ শিরোনামহিন এর অফিসিয়াল ওয়েবসাইট। আমার খুব ই প্রিয় একটি ব্যান্ড শিরনামহিন, তাই শেয়ার করলাম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।