আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহিন

আমি চাঁদের হাটে সূর্য বিকিকিনি করি আমি মুদ্রার ও পিঠ দেখে ভয়ে আত্রনাদ করি পাবা না পাবার ভয়ে অনেক হিসেবি হই আমি ক্ষণকালের মেঘ নিয়ে বৃষ্টি খেলা করি আমি পৈশাচিক প্রেমে মত্ত তোমার ভালবাসায় আমি শব্ধ শুনি গহিনে আমার আমি পালাক্রমে অদ্ভুতুড়ে না পাবার মুখে জল ডালি আমি ছায়াহিন শব্ধে কাকনবালার রিনরিনে শব্ধ পাই আমি প্রতিবাদ করি না,আমি বলি না বলার কথা আমি দিয় না দেবার হিসেব, আমি বাকির খাতায়, হিশেবের খরচায় তোমার নাম লিখ্‌ আমি ফেলে দেই, যেখান থেকে তুলেছিলাম সেখানে আমি কিছুই হবে বলে চিৎকার করি তারপর ভিরুপায় তোমার ধরজায় করা নাড়ি আমি প্রতারিত প্রেমের পথে গোলাপ বিছাই তারপর ভুলের রঙে তোমাকে সাজাই আমি বেহিশেবি দিনের রঙ আর রাতের পেয়ালায় মাতালের গালি আমি নিবু প্রদীপের আলোতে মৃত পোকার হিসেব গুনি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।