আমাদের কথা খুঁজে নিন

   

কি ভাবে ঝামেলা এড়াবেন

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

আমাদের জীবনে অনেক সময় অনেক খারাপ পরিস্থির সম্মুখিন হতে হয় । কখন ও কখন ও এসব থেকে আমরা সহজেই পার পেয়ে যাই আবার সহজে এখান থেকে পার পাওয়া যায় না। তাই আসুন দেখে নেই কি করে এসব অনাকাঙ্খিত ঝামেলা থেকে নিজেকে মুক্ত করবেন । • শান্ত থাকুন সবসময় • বেশি কথা পরিহার করুন • বাস এ কারও সাথে ঝগড়া করবেন না, ২/৩ টাকা নিয়া বাস অথবা টেম্পু তে ঝগড়া করবেন না। এতে আপনার সম্মানহানি হবে ।

বিনিময়ে মামুদের কাছ থেকে বাজে কথাও শুনতে হতে পারে । • চলতি পথে মোবাইলে এ জোরে কথা বলবেন না • গালিগালাজ করবেন না • মারামারি করবেন না কারও সাথে • রাজনিতি বিষয়ক কোন কথা কারও সাথে শেয়ার করবেন না । বাহিরে থাকাকালিন । • মিছিল বা হরতাল এর সময় অযথাই রাস্তায় নামবেন না • উচ্চ সরে কথা বলা পরিহার করুন • বন্ধুদের সাথে কোন খারাপ কাজে জড়াবেন না । ভাল বন্ধুদের সাথে মিশে নিজেকে ঝামেলা মুক্ত রাখুন • কার পত্রবাহক (প্রেম পত্র) হিসেবে যাবেন না।

• মিথ্যা কথা বলা পরিহার করুন • প্রতিবেশিদের সমস্যায় তাদের কে সাহায্য করুন। কিন্তু এমন কোন বিষয় এ তাদের সাথে থাকবেন না যাতে পরে আপনাকে ঝামেলায় পড়তে হয়। • কারও সম্পরকে খারাপ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন । • আগ বাড়িয়ে কারও সাথে কথা বলতে যাবেন না এসব পরিহার করলেই আপনি ঝামেলা মুক্ত থাকবেন । এটা বলাই যায় ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.