[img|http://media.somewhereinblog.net/images/thumbs/Stream_1350877760_2-lboy.jpg
গতকাল আমার চতুর্থ শ্রেণীতে পড়–য়া ছেলের সাথে পাশের বাসার তার এক সহপাঠি বন্ধু বাসায় এসেছে। আমি দেখলাম ছেলেটির হাতে একটি সাধারণ মানের নকিয়া মোবাইল সেট। প্রথমে এতটুকু পিচ্চি ছেলে হাতে মোবাইল দেখে আমার মেজাজটাই খারাপ হয়ে গেল; পরে ভাবলাম বাচ্চা ছেলে, হয়তো নষ্ট কোন মোবাইল সেট নিয়ে ঘুরছে, খেলা করছে। কিন্তু তার ভাব-সাব দেখে মনে সন্দেহ হলো। তার সাথে আলাপ করলাম।
একথা সেকথা বলে তাকে জিজ্ঞাসা করলাম, ‘মোবাইল সেটটি কোথায় পেয়েছ’? বলল, ‘জন্মদিনে খালা দিয়েছে’। জানতে চাইলাম, ‘মোবাইলে টাকা ভরে দেয় কে’? বলল, ‘আব্বু দেয়’।
বোবা হয়ে কিছুক্ষন বসে রইলাম। ছেলেটির তো কোন দোষ নেই।
ডিজিটাল জমানায় এটাই বোধ হয় যুগের চাহিদা।
আমার মত ‘আনকালচারড’ পিতা কেবল বিষয়টি মেনে নিতে পারছি না,- সেটাতো আমারই অক্ষমতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।