সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
চলুন নিচে
আর্জেন্টিনা পরাজয়ের পর, এক চাচা মিয়াকে জিজ্ঞাস করলাম চাচা কেমন
দেখলেন জার্মানি আর্জেন্টিনার খেলা......কিন্তু একি চাচা মিয়া রেগে মেগে
আগুন.... ভয় পেলাম ভাবলাম বুড়োরা রেগে গেলে খবর আছে
নরম শুরে বললাম কি হয়েছে কাকা এত রাগ কিসের বললেন কাকা কাকা কইবায় না বললাম তাইলে কি নানা কইমু কাকা তুক্কু ভুল হয়ে গেছে কা কা বলতে লাগলেন কি কইমু ভাতিজা পরতমে ব্রেজিল কে
ভালা ফাইতাম......মনে অইছিল কাকা এবারে কাফ নিয়া যাইব
কিন্তু হালারা একটি ছোট টিমের সাথে হাইরা গেল কি কইমু বহুত ফালা ফালি করছিলাম ব্রেজিল কে নিয়া বললাম কাকা এ বয়সে ফালাফালি করতে পারেন। কি কও ভাতিজা বয়স হইছে বইল্যা জুর কি কইম্যা গেছে মনে মনে আমি হাসলাম.....বললাম হাছাই কইছ কাকা..ভাতিজা
তুমি আর আমারে কাকা বলবায়না ঐ নাম শুনতে আর ভাল লাগেনা। আমার হাসি র থামাতে পারিনি বললাম কাকা তুক্কু চাচা ভুল হয়ে যায়।
আর্জেন্টিনাকে ভালা পওনা,,, বললেন ব্রেজিল হাইরা যাওনের পর লুকাইয়া চাঁপায়া আর্জেন্টিনার দিকে চলে আসলাম মন কে শান্তি দিলাম ব্রেজিল গেছে কিন্তু আর্জেন্টিনা সত্যি নিয়া যাইব বিশ্বাকাপ।
কিন্তু ভাতিজা কাল কি খেলা দেখাইল আর্জেন্টিনা আমার মনে হয়
কি জান ভাতিজা আর্জেন্টিনা এত সহজে হারনের টিম না...আমি বললাম
তাইলে ....? আর্জেন্টিনা টেকা খাইছে জার্মানির কাছ থেকে...।
আমি বললাম আচ্ছা তাইলে এই বুঝি আর্জেন্টিনা হারনের কারণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।