আমি একটা কান্ড জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত, আনস্মার্ট, আনকালচার্ড, অভদ্র, বোকা, বলদ, গাধা, আহাম্মক, বদের হাড্ডি।
সেই কুট্টি কাল থেকে আমি ব্রাজিলের সাপোর্টার। খেলা বুঝে শিখে সাপোর্ট করা শুরু করিনাই। বড় ভাইয়া ব্রাজিলের সাপোর্টার ছিলো তার দেখা দেখি আমিও ব্রাজিলের সাপোর্টার হয়ে গেলাম। ১৯৯৮ এ তেমন একটা খেলা দেখা হয় নাই।
বুঝে খেলা দেখছি ২০০২ এ। ঐবার ফাইনালে ব্রাজিল জিতছিলো জার্মানীর লগে ২-০ গোলে। বন্ধুদের সাথে তর্কও খুব কম করতাম। এইটারও একটা কাহিনী আছে..... আর্জেন্টিনার ভক্ত বন্ধুদের একটা জিনিষ খুব খারাপ লাগত/লাগে যুক্তিতে না পারলেই ঝগরা করত চিল্লাচিল্লি করত আর এই জিনিষটা আমার খুবি খরাপ লাগতো/লাগে। (ব্লগের কাউরে কিন্তু আমি ঝগরাটে বলতেছি না।
আমার পার্সোনাল লাইফের আর্জেন্টিনা সমর্থক বন্ধুরা ঝগরাইট্টা। ) আজকে একটু ফিফার সাইটে গেলাম। দেখি কার কি অবস্থা।
FIFA/Coca-Cola World Ranking
1 Brazil
2 Spain
3 Portugal
4 Netherlands
5 Italy
6 Germany
7 Argentina
8 England
9 Croatia
10 France
ব্রাজিল
HONOURS
FIFA World Cup™ victories
Winner (1958, 1962, 1970, 1994, 2002)
Runners-Up (1950, 1998)
Third (1938, 1978)
Fourth (1974)
আর্জেন্টিনা
HONOURS
FIFA World Cup™ victories
Winner (1978, 1986)
Runners-Up (1930, 1990)
তবে সব কথার শেষ কথা হইলো যে ভালো খেলবে সেই বিশ্বকাপ জিতবে। প্রিয়দল হারলে খারাপতো একটু লাগবেই তাই বলে কচুগাছে ফাঁসি দিতে যামুনা আমি।
জিতলে ওরা আমারে কাপটা ধরেও দেকতে দিবো না হারলে আমি ফাঁস দিমু কেন। আমার প্রিয় দল ব্রাজিলের জন্য শুভকামনা আর আমার বন্ধুদের প্রিয় দল আর্জেন্টিনার জন্যও শুভকামনা থাকলো। অন্তত এই দুইটা দলকে সেমিফাইনাল পর্যন্ত দেখতে চাই। নাইলে খেলা দেইখা মজা পাওয়া যাবেনা। চারটা বছর পরে আবার বিশ্বকাপ আসবো।
মজা করমু আবার চার বছর পর যদি বাইচ্চা থাকি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।