আমাদের কথা খুঁজে নিন

   

ড্যাপ বাতিলে প্রধানমন্ত্রীর আশ্বাস: সড়ক অবরোধ প্রত্যাহার :প্রধানমন্ত্রী চাইনা ড্যাপ বাস্তবায়ন হোক

সত্য সন্ধানে সর্বদা নির্ভিক

ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন। তিনি আজ বিকেলে গাজীপুরের সংসদ সদস্য জাহিদ হাসান রাসেলের সঙ্গে টেলিফোনে এ আশ্বাস দেন। পরে এলাকাবাসী তাদের অবরোধ তুলে নেয়। এর আগে ড্যাপ বাতিলের দাবিতে গাজীপুরের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় তারা নাওজোর, জয়দেবপুর চৌরাস্তা, ঢাকা বাইপাস মোড়ে শতাধিক গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ, গাজীপুর-টাঙ্গাইল, ঢাকা-টাঙ্গাইল মহসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। জানা যায়, গাজীপুরে ড্যাপ বাতিলের দাবিতে ভাসান ও গাছা ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা বাইপাস সড়কের নাওজোর এলাকায় লাঠিসোটা নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ খবর স্থানীয় সংসদ সদস্য জাহিদ হাসান রাসেল প্রধানমন্ত্রীর কাছে টেলিফোনে জানলে তিনি রাজউকের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী রাসেলকে জানান, রাজউকের এ সিদ্ধান্ত বাতিলে ব্যবস্থা নেয়া হবে। এদিকে, বিকেল চারটায় লক্ষাধিক লোকের সমাগম হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বিভিন্ন এলাকা থেকে আরও লোকজন মিছিল নিয়ে আসলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা নাওজোর, জয়দেবপুর চৌরাস্তা, ঢাকা বাইপাস মোড়ে শতাধিক গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় গাজীপুর-টাঙ্গাইল, ঢাকা-টাঙ্গাইল মহসড়কে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি কারখানা গুদামে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে সন্ধ্যা সোয়া ৭টায় এলাকাবাসী তাদের অবরোধ প্রত্যাহর করে নিলে ঢাকা-ময়মনসিংহ, গাজীপুর-টাঙ্গাইল ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।

শীর্ষ নিউজ ডটকম ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও রাজউকের নেওয়া প্রকল্পের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গাজীপুরের মানুষ। শনিবার বিকেলে হাজার হাজার এলাকাবাসী এর বিরুদ্ধে রাস্তায় নেমে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন তারা। রাজউকের প্রকল্পের বিরোধিতা করে উত্তেজিত এলাকাবাসী শতাধিক গাড়ি ভাংচুর করেন। এসময় একটি গার্মেন্ট ফ্যাক্টরির গুদামে আগুন ধরিয়ে দেওয়া হয়।

যানবাহন চলাচল বন্ধ হয়ে মুহুর্তে থমকে যায় ব্যস্ত মহাসড়ক। শুরু হয় দীর্ঘ যানজট । শেষ পর্যন্ত খেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দেওয়ার পর বিক্ষোভকারী জনতা সন্ধ্যা ৭টার দিকে মহাসড়ক থেকে অবরোধ উঠিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ড্যাপের আওতায় গাজীপুরে উপ-শহরসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণে রাজউক প্রস্তাবিত ড্যাপ গেজেট আকারে প্রকাশিত হবার পর এর প্রতিবাদে গাজীপুরবাসী ক’দিন ধরেই আন্দোলন করে আসছেন। শনিবার বিকেলে গাজীপুরে রাজউক প্রকল্প বাস্তবায়ন প্রতিরোধ কমিটির উদ্যোগে সদর উপজেলার ভোগড়া এলাকায় ঢাকা বাইপাস সড়কে প্রতিবাদসভার আয়োজন করা হয়।

বাসন ইউপি চেয়ারম্যান ও প্রতিরোধ কমিটির সদস্যসচিব মো. সাইফুল ইসলাম সরকার বাবুলের সভাপতিত্বে ওই প্রতিবাদসভায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার কাজী মাহমুদ হাসান, জাতীয় পার্র্টির গাজীপুর জেলা কমিটির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, গাছা ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বাসদ নেতা কমরেড ওসমান আলী, গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম প্রমুখ। বিকেল ৩টার দিকে গাছা ও বাসন ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হাতে লাঠি, ব্যানার, রাজউকের চেয়ারম্যান নূরুল হুদার কুশপুতুলসহ মিছিল নিয়ে দলে দলে মানুষ সভাস্থলে আসতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই লক্ষাধিক মানুষে পুরো বাইপাস সড়ক ও আশপাশের এলাকা হয়ে ওঠে জনসমুদ্র। এক পর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী বাইপাস সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন ধরিয়ে দেন এবং শতাধিক গাড়ি ভাংচুর করেন।

এতে মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জয়দেবপুর থানার সেকেন্ড অফিসার দেলোয়ার হোসেন জানান, বিক্ষোভকারীরা বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর সদরের বাইপাস সংলগ্ন রোজ সোয়েটার কারখানা বন্ধ করে শ্রমিকদের তাদের আন্দোলনে যোগ দিতে বলেন। আন্দোলনে যোগ না দেওয়ায় তারা কারখানা চত্বরে থাকা কয়েকটি গাড়ি ও কারখানার জানালার কাঁচ ভাংচুর এবং গুদামে অংগ্নিসংযোগ করেন। পরে গাজীপুর দমকলবাহিনীর কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রতিবাদসভা চলার এক পর্যায়ে সভাস্থলে গাজীপুরের পুলিশ সুপারের মাধ্যমে প্রধান অতিথির কাছে ওয়াকিটকিতে প্রধানমন্ত্রীর আশ্বাসবার্তা এসে পৌঁছায়। এসপি মাহফুজুল হক নুরুজ্জামানের ওয়াকিটকি থেকে অনুষ্ঠানস্থলে সহকারি পুলিশ সুপার মনোয়ার হোসেনের ওয়াকিটকিতে প্রধানমন্ত্রীর বার্তাটি আসে। প্রধান অতিথি মাইকে ওয়াকিটকি ধরে তা সবাইকে শোনালে বিক্ষোভকারীরা শান্ত হন এবং আন্দোলন আপাতত স্থগিত করেন। প্রধান অতিথি বলেন, ‘কোনো ক্রমেই গাজীপুরে রাজউককে ভূমি অধিগ্রহণ করতে দেওয়া হবে না। রাজউকের এ ধরণের প্রক্রিয়া অধিগ্রহণ আইনের পরিপন্থি।

শুধু সরকারি কাজেই জমি অধিগ্রহণ করা যায়। কিন্তু রাজউক একশ্রেণীর ধনীদের জন্য গাজীপুরে জমি অধিগ্রহণের প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এ জমি অধিগ্রহণের যারা প্রস্তাবক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’ বাংলা নিউজ২৪ডটকমডটবিডি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।