আমাদের কথা খুঁজে নিন

   

সকল আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রতি

পরে....

আমরা মোটের উপর ল্যাটিন ফুটবল মানে শৈল্পিক ফুটবলের ভক্ত। আমাদের প্রিয় দল বিদায় নেয়াতে আমরা স্বভাবতই নতুন একটি দল সমর্থনের জন্য বেছে নেব। কিন্তু কোন দল? আমার চারপাশের বেশিরভাগ ব্রাজিল সমর্থক দেখছি জার্মানিকে বেছে নিচ্ছে, আর বেশিরভাগ আর্জেন্টিনা সমর্থক দেখছি বেছে নিচ্ছে নেদারল্যান্ডকে। জার্মানি এবং নেদারল্যান্ডের প্রতি সন্মান জানিয়েই সকল আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের প্রতি আমার আহবান এই যে, আসুন আমরা একতাবদ্ধ হয়ে স্পেনকে সমর্থন করি। নিশ্চই সবাই একমত হবেন যে এই বিশ্বকাপে এবং বিশ্বকাপের আগেও অনেকদিন ধরেই ওরা সুন্দর ফুটবল খেলছে। আমার মতে এখনকার সময়ে সবচেয়ে নান্দনিক ফুটবল ওরাই খেলে। শৈল্পিক ফুটবলের ভক্ত হিসেবে আমাদের কি ওদেরই সমর্থন করা উচিৎ না? জার্মানি, নেদারল্যান্ড খুব ভাল দল, ওরাও খুব ভাল খেলে, কিন্তু ওদের ঘরানা আলাদা। তাই আমার আহবান, বলতে গেলে অনুরোধ, আপনি যদি সুন্দর, ছোট পাসনির্ভর ল্যাটিন ফুটবলের ভক্ত হিসেবে আর্জেন্টিনা ও ব্রাজিলকে সমর্থন করে থাকেন তবে একই কারণে এবার স্পেনকে সমর্থন করুন। সুন্দর ফুটবলের জয় হোক আবার; ব্রাজিলসহ অন্যরা যারা রক্ষণাত্বক ফলনির্ভর ফুটবলের পিছনে ছুটেছিল তারা শিখুক যে সুন্দর ফুটবল দিয়ে এখনও জয় সম্ভব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.