আমাদের কথা খুঁজে নিন

   

21 December,আমি এবং আমি..

:)
21 December, 2008 এখন সাতটা বাজে কিন্তু প্রচন্ড শীত রাতের বয়স বাড়িয়ে দিয়েছে।মাটির স্তুপের মতো জমে থাকা বরফ ঠান্ডার তীব্রতা বাড়াচ্ছে। ঘন অন্ধকার আর ল্যাম্প পোস্টের গলায় মাফলারের মতো ঝুলে থাকা কুয়াশা চারপাশের সব রঙ শুষে নিয়েছে।ওই মাফলার সরিয়ে নিয়নের ঝাপসা হলুদ চোখ শুধু উকি দিয়ে যাচ্ছে মাঝে মাঝে.. আমি দ্রুত হাটছি...খুব দ্রুত..কোথাও থেকে ঘড়ির টিকটিক একঘেয়ে শব্দ আসছে..আমার কাছে কোন ঘড়ি নেই.. 21 December, 2001.. কি বার ছিলো সেদিন...মনে নেই... সেদিনটাও এরকম ছিল. অন্ধকার আর কুয়াশায় একই ভাবে চারপাশ ব্ল্যাক এন্ড হোয়াইট.. চার্চটার ঠিক সামনে তুমি দাড়িয়ে ছিলে। তোমার সামনে দাড়িয়ে কিছুক্ষণ লেগেছিল নিজেকে গুছিয়ে নিতে..তুমি নিরব ছিলে..কেমন আছো বলাটা নিজের কানেই অনেকক্ষণ বেজে ছিলো.. জবাব না দিয়ে শুধু আমার মুখের দিকে তাকালে ..একটু হাসলে বা হাসার চেষ্টা করলে.. তোমার এলোমেলো চুল, চোখের কোণের কালি আমার মাঝে কাঁপন ধরালেও আমি শক্ত হতে পেরেছিলাম..তোমার দেওয়া আংটিটা খুলে দিতে হাত কাঁপেনি আমার.. কিছু বলনি ..আমার দিকে একবার ও না তাকিয়ে আংটিটা পকেটে ঢুকালে. তোমাকে কি বলবো আমি সব গুছিয়ে এসেছিলাম..তুমি আমাকে বলার কোন সুযোগ না দিয়েই হাটতে শুরু করলে...চার্চের ঘন্টাটা পাগলের মতো বেজে যাচ্ছিলো তখন.. এই রাস্তার কিছুই বদলায়নি..সেই চার্চ..সেই রেল লাইন..সেই বেরিওজার সারি..কেবল আরও একটু পুরোনো হয়েছে..হা চার্চের সাদা কাঠামোটা এবার স্পষ্ট....হ্যাঁ এখানেই থাকার কথা কিন্তু দেখা যাচ্ছে না কেনো...এখনিতো আসার কথা..ওইতো চার্চের ঘন্টা বেজে যাচ্ছে ...হ্যাঁ এবার ট্রেনটাও আসছে...হুইসেল আর লাইট মিলে নিরবতা আর অন্ধকার দুটোই চিড়ে ফেলছে... এইতো দেখতে পেয়েছি... ধীরে ধীরে হেটে আসছো..একটা হাত পকেটে আর একটা হাত কেমন যেনো শক্ত করে মুঠো পাকানো..তোমার এলোমেলো চুল আর চোখের কোণায় জমা দুশ্চিন্তার ছাপ..সব একই রকম..তুমি পেছনের দিকে একবার তাকালে ...তোমার হাতের মুঠো আরও শক্ত হলো, তোমার চোয়ালে ... তোমার চোখে কাঠিন্যের ছাপ আসছে..ট্রেনের আলোতে সব ঢাকা পরে যাচ্ছে..সব ঢাকা পরে যাচ্ছে...শুধু আলো ...শুধু আলো..ট্রেনের হুইসেল..চার্চের পাগলা ঘন্টা ..বাতাসের প্রচন্ড ঝাপটা...একটি চিৎকার...ভেঙে খান খান নিরবতা ...তারপর...তারপর আবার নিরবতা, অন্ধকার আর ট্রেনটির ধীরে ধীরে মিলিয়ে যাওয়া.... আমি চোখ মেলে তাকালাম ...হা দেখতে পাচ্ছি ..তুমি শেষবার যেখানে ফিরে তাকিয়ে ছিলে সেখানেই স্থবির মূর্তির মতো আমি দাড়িয়ে.. আমি আমার কাছে গেলাম...বললাম চলো এবার....আমি ক্লান্ত... আমি দেখতে পেলাম আমার মুখে ব্যথা, কষ্ট আর খানিকটা হতবাক দৃষ্টি...বোবা দৃষ্টি..তারপর আবার কঠিন হয়ে যাওয়া দৃষ্টি...না!....কিছুতেই না!... আমি বললাম আর কতো...আমি আর পারছিনা...আমার দম বন্ধ হয়ে আসে...আমার দম বন্ধ হয়ে আসে...আমি মুক্তি চাই.. আমি দেখতে পেলাম আমার মুখে একধরনের হিংস্র, অসুস্হ চাহনি...তোমার মুক্তি নেই!... নত দৃষ্টিতে আমি ফিরে আসছি..মন্থর পায়ে....আমাকে পেছনে ফেলে..প্রতি ২১ ডিসেম্বরের মত.. 21 December, 2009… আমি দ্রুত হাটছি...খুব দ্রুত..কোথাও থেকে ঘড়ির টিকটিক একঘেয়ে শব্দ আসছে..আমার কাছে কোন ঘড়ি নেই..চার্চের সাদা কাঠামোটা আবছা দেখা যাচ্ছে ....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।