seremos como el Che
উরুগুয়ে-ঘানা ম্যাচ যারা দেখেন নাই তারা মিস করছেন। এই ম্যাচে যে কি পরিমান নাটক হইছে তা আর বলার না। আপনারা যারা দেখছেন তারা তো জানেন ই, যারা দেখেন নাই তাদের জন্য আমার এই পোষ্ট।
আমি একটা Summary বলতেছি। পারলে কালকে ESPN এ পুনঃপ্রচার তা দেখে নিয়েন।
ফুল-টাইম এ স্কোর ১-১।
এক্সট্রা-টাইম এও ১-১।
এক্সট্রা-টাইম এর লাস্ট মিনিট। ঘানার একটা নিশ্চিত গোল উরুগুয়ের প্লেয়ার Luis SUAREZ গোল লাইন থেকে হাত দিয়ে সেভ করল।
সাথে সাথে Luis SUAREZ কে রেড কার্ড এবং পেনাল্টির নির্দেশ দিলেন রেফারি।
ঘানার প্লেয়ার Asamoah GYAN (যে কিনা USA বিপক্ষে এক্সট্রা-টাইমে গোল করে ঘানাকে কোয়ার্টার ফাইনালে নিয়ে আসছে) আরো মহান। তিনি সেই পেনাল্টি শট বারপোস্ট টাচ করে মাঠের বাইরে মারলেন।
তাই এবার ম্যাচ গড়াল টাইব্রেকার এ-
১। উরুগুয়ে - গোল
২। ঘানা - গোল
৩।
উরুগুয়ে - গোল
৪। ঘানা - গোল
৫। উরুগুয়ে - গোল
৬। ঘানা - মিস(সোজা গোলকীপার এর হাতে)
৭। উরুগুয়ে - মিস( পুরো রাগবি খেলার শট, বল বারপোস্ট এর অনেক উপর দিয়ে মাঠের বাইরে।
৮। ঘানা - মিস(একেবারে ৬ নং এর রিপ্লে)
৯। উরুগুয়ে - গোল
ফলঃ উরুগুয়ে ৪-২ এ জয়ী।
এবার ২টি দারুন মূর্হুতের ছবি দেখে নিনঃ
[হাত দিয়ে গোল সেভ করছেন উরুগুয়ের Luis SUAREZ]
[এক্সট্রা টাইমের শেষ মিনিট এ পেনাল্টি মিস করার পর ঘানার Asamoah GYAN]
কি বুজলেন? পুনঃপ্রচার দেখার ইচ্ছা হচ্ছে? ভাল থাকবেন সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।