আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনা জার্মানীর কাছে হারতে যাচ্ছে, আমি বলিনা, অষ্টপদী জন্তু বলে !!!!

ধূর..ভাল্লাগেনা।

বিশ্বকাপ প্রায় শেষের পথে। এরকম জ্বরে একটাও প্রলাপ বকলামনা, কেমন জানি লাগছিলো। তাই এই প্রলাপের প্রয়াস । শনিবারের ম্যাচে আর্জেন্টিনা হারতে যাচ্ছে এরকমই ভবিষ্যত বাণী করা হয়েছে, তবে সে ভবিষ্যতবাণী কোন মানুষের নয়।

ভবিষ্যত বাণীটি এক অক্টোপাসের। অক্টোপাসটির নাম পল। পলের জন্ম ইংল্যান্ডে (কিন্তু এখন জার্মানীর সিটিজেন, কি ভাগ্য ) এবং ইংল্যান্ড-জার্মানীর ম্যাচে সে জার্মানীর পক্ষে রায় দেয় (ব্যাটা দেশদ্রোহী)। এই রায় দেয়ার ব্যাপারটি এরকম। পলের সামনে দুটো বাক্সে দু’টো শেল রাখা হয়।

দু’টো বাক্সে দুই দেশের পতাকা থাকে। পল যে বাক্সটির শেল বের করবে তাকেই জয়ী ঘোষণা করা হয় (নীচে ভিডিও দেখুন)। ইংল্যান্ড ও জার্মানীর ম্যাচের ভবিষ্যত বাণী করতে পল সময় নিয়েছিলো আট সেকেন্ড। আর আর্জেন্টিনা-জার্মানীর ব্যাপারে সে সময় নিয়েছে এক ঘন্টারও বেশী। যার মানে হচ্ছে খেলাটি অতিরিক্ত সময় ও টাইব্রেকারে গড়াতে পারে।

এই মহান অষ্টপদীর কাবিলপনার এখানেই শেষ নয়। যেখানে সবাই রায় দিয়েছিলো জার্মানী সার্বিয়ার সাথে জিতবে, সেখানে পল বলেছিলো ঠিক তার উল্টো, এবং ফলাফল জার্মানীর সার্বিয়ার কাছে এক-শূণ্য গোলে পরাজয়। তবে আর্জেন্টিনার সমর্থকদের জন্য আশার কথা হলো বেশীর ভাগ বুকিরাই তাদের বাজি ধরেছে আর্জেন্টিনার পক্ষে, আর ভীতির কথা হলো পলের ভবিষ্যতবাণীর সফলতার হার। ইউরোপীয়ান চ্যাম্পিয়ন শীপে পলের সফলতার হার ৮০% !!!!! তবে আটপদী মামু ব্রাজিলের ব্যাপারে কি বলছে তা এখনো জানা হয় নাই (আর্জেন্টিনার সমর্থকরা, আমার ওপর চড়াও হইয়েননা, অক্টোপাসের সাথে ঝাল মেটান ) তথ্য সূত্র: সিএনএন ইউটিউব ভিডিও:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.