আয় ছাগু ঘুরে যা, একটা মাইনাস দিয়ে যা
খবরটা পইড়া হাসতে হাসতে শেষ আমি।
ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েক মিনিটের তড়িঘড়ি মিছিল করেই মুহূর্তে উধাও হয়ে গেছে জামায়াত-শিবির কর্মীরা।
বৃহস্পতিবার বিকাল পৌনে পাঁচটার দিকে মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে বিজয় নগর সড়কে প্রথম গলির কাছে আসার পরপরই দ্রুত কর্মীরা সটকে পড়ে।
গত ২৯ জুন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জামায়াত-শিবির কর্মীরা এই মিছিল বের করে। তারা অবিলম্বে নেতাদের মুক্তিও দাবি করে।
বিজয় নগর সড়কে পানির ট্যাংকের কাছে বিকাল চারটায় এই বিক্ষোভ মিছিলটি হওয়ার কথা ছিলো। সে অনুযায়ী বিপুল সংখ্যক পুলিশ দুপুরের পর থেকে সেখানে অবস্থান নেয়। পুলিশ সেখান থেকে দুই শিবির কর্মী আবু তালহা ও মিজানকে আটক করে।
পুলিশের অবস্থান টের পেয়ে জামায়াত-শিবির কর্মীরা নাইটিঙ্গলের কাছে দ্রুত ছোট্ট একটি মিছিল করে কেটে পড়ে। এই মিছিলে নেতা-কর্মী মিলে ৩৫-৪০ জনের মতো ছিলো।
আরেকটা আছে :
শিবিরের উচিত যুদ্ধাপরাধীদের পক্ষ না নেওয়া : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী সমর্থক ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে যুদ্ধাপরাধীদের পক্ষ না নেওয়ার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি বলেছেন, "শিবিরের বর্তমান প্রজন্ম ইসলামী ছাত্রসংঘ থেকে আসেনি। তাদের যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়া উচিত নয়। তারা বাংলাদেশের অস্তিত্ব ধারণ করে বড় হয়েছে। এ সুযোগ তাদের নেওয়া উচিত।
"
ছাত্রশিবির নেতা-কর্মীদের গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
টুকু বলেন, রিমান্ডে থাকা জামায়াত নেতাদের পক্ষে বিবৃতি দিয়ে বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছে।
"আমরা জানতাম তারা একসময় যুদ্ধাপরাধীদের পক্ষ নেবে। ", বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "তারা যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরুর আগে থেকেই নানা ধরণের হুমকি দিচ্ছে। "
টুকু আরো বলেন, "তাদের জানা উচিত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দমিয়ে রাখা যাবে না। দেশবিরোধী কোন কার্যকলাপে জড়িত থাকলে তাদের বাধা দেওয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। "
জামায়াতের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ এ সময় জানান, এমন কোন আশঙ্কা তাদের নেই।
তবে যে কোন অবস্থা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।