আমাদের কথা খুঁজে নিন

   

লাশ পচা গন্ধ

জাগরী একটি নির্দলীয় মঞ্চ যেখানে বাংলাদেশের যুবসমাজ দেশের রাজনৈতিক ও নীতিনির্ধারণী ক্ষেত্রে সচেতন,সোচ্চার ও সক্রিয়ভাবে অংশগ্রহন করতে পারে। www.jagoree.org  

কেন যেন শুধু লাশ পচা গন্ধ পাচ্ছি কবরের চোরা ফাক চুয়ে ভেসে আসছে গলিত শবের দুর্গন্ধ মধ্যদুপুরের ঝাঁ ঝাঁ রোদে হেঁটে চলেছি নাকে এসে লাগে ভক করে পচা লাশের গন্ধ শিউরে উঠে এদিক ওদিক তাকাই আশে পাশে কারো দেখা নাই তবু নাকে এসে বাজে পচা লাশের দুর্গন্ধ আমি একা হেঁটে চলি ফুটপাত ধরে পিছু পিছু আসে আমার সাথে সাথে ছাল ওঠা নুয়ে পড়া রাস্তার কুকুরগুলি সব একটুকু দুরত্ব বজায় রেখে যেন আমার সাথে সাথে তারাও পেয়েছে পচা লাশের গন্ধ। ঘন বারিসনে সবাই যখন জুবুথুবু হয়ে ঘরে বসে দেখে অলস প্রকৃতির শোভা আমি বৃস্টি মাথায় করে হেঁটে চলেছি গায়ের আঁকাবাঁকা মেঠো পথ ধরে সোনালি বলের মত কদমের বন হয়ে বুক ভরে নিচ্ছিলাম কদমের ঘ্রাণ আর ভেজা মাটির সোঁদা গন্ধটুকু কোথা থেকে এর মাঝে ভক করে নাকে বাজে গলিত শবের পচা গন্ধ এসে চমকে তাকাই, খুজি এদিক ওদিক পানে, কোথাও কেও নেই শুধু দূর থেকে দেখি এক শিয়ালের ঝাঁক পিছু নিয়েছে আমার অতি সন্তর্পনে যেন সেও পেয়েছে আমার মত গলিত লাশের ওই শব পচা গন্ধ। জ্যোৎস্নায় মাখামাখি চারিধার নিঝুম রাত্রি, মায়াবি চাঁদ ডেকে নিয়ে যায় আমায় ঘরছাড়া করে নেমে আসি বনের মাঝে আর হেঁটে চলি নিস্তব্ধ চাঁদনি রাতে যেথা গহীন বনের ফাঁকে ফাঁকে খেলা করে আলো আধারিতে মাখামাখি করে বন জ্যোৎস্না এবং কালো অন্ধকার; আনমনে হেটে চলি একা বুনো পথ ধরে আর চেয়ে দেখি আলো আধারির খেলাটুকু হঠাৎ ভক করে নাকে বাজে পচা লাশের গন্ধ এদিক ওদিক খুঁজি আমি কোথায় আছে কার কবর একধারে পরে অবহেলায় ঘন জংগলের মাঝে কবর পাই না কোথাও শুধু দেখি হায়েনার দল পিছু নিয়েছে আমার দূর থেকে অতি সন্তর্পনে যেন আমার সাথে সাথে তারাও পেয়ে গেছে লাশ পচা গন্ধটুকু । কি হয়েছে আমার কেন শুধু চারিদিক ঘিরে আমার ওই পচা লাশের দুর্গন্ধ? আর ভাবি একা মনে আমাকে ঘিরে ধরা ওই কুকুর, শিয়াল কিংবা হায়েনার ঝাঁকগুলির কথা যারা নিত্য পেয়ে চলেছে পচা লাশের দুর্গন্ধটুকু আমারই সাথে সাথে। তবে কি লাশ পচা গন্ধ আসছে আমারই শরীর থেকে যেথায় তুমি কবর দিয়েছিলে আমার ভালোবাসাটাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।