আমাদের কথা খুঁজে নিন

   

সত্য গিলে ধর্মগুরুরা, বমি করেছে মিথ্যা । (দেশি মুরগী বিলুপ্তির দায়ভার কাট-মোল্লারা এড়িয়ে যেতে পারেন না )

সত্য গিলে ধর্ম গুরুরা বমি করেছে মিথ্যা দলে উপদলে করেছে বিভক্ত ভুলিয়ে মহান সত্তা । পাঠা খাইলো পুরুত মশাই মুরগি খাইলো কাট-মোল্লায় পাদ্রী খাইলো মানবতা সত্যর বানী মরে চিল্লায় । সত্য গিলে খাইলো যারা তার পায় সুনাম দেখিয়ে দিতে গেলে তাদের লোকে দে্য় বদনাম । বলে, আমি নাকি মানিনা হাদিস-কুরান মানি না সব মুহাদ্দিসের সুরেলা বয়ান । আমি বলি তোদের তো সব রেডিমেট ইমান দাদা মুসলিম বাপে মুসলিম তাই তুই মুসলমান ।

" কবর পুজা, পীর পুজা, মুর্তি পুজার আদলে গো-মুর্খ কাট মোল্লা পুজা সমাজে দারুন চলে । যারা ধর্মের বানী বিক্রি করে তুচ্ছ মুল্য প্রাপ্তিতে তাদের থলে ভরে আবার অর্থ আর প্রশংসাতে । তাদের ভিড়ে নাইরে জায়গা সত্যর পথে যারা মোল্লা-মুন্সির ভাষায় হলো আকাট-মুর্খ তারা । যশ-সম্মান পাইবার লাগি সত্যর সাইনবোর্ড টানাইয়া প্রতিনিয়ত তারাই যাচ্ছে সমাজে নাস্তিক বানাইয়া । “কাবা শরীফ করলে তাওয়াফ যদি নরক হয় হারাম পার্কে বসে সারা দিন-ভর ফাটায় যান বাদাম ।

। ভাবা যাবে চুল পাকিলে এখন কি দরকার আগে তো হোক কালো চুলের সদ্ব্যাবহার । । প্রভু যদি হয়রে একজন ধর্ম কেন এত আবার একটি ধর্মের মাঝে কেন শাখা-প্রশাখা শত বানাইলো নানান সে মত কোন কারিগর বেটা কেমনে বিভেদ গড়লো তারা বুঝনা ও মন সেটা সত্যর বানী পাইয়া তারা মোদের রাখলো বিপথে হাজার পথের মোরে মানুষ মরে সংশয় ধাধাতে । কোনটি যে সঠিক পথ বুঝবে কেমনে মাইনষে ।

ধর্ম বিবাদ আর কোন্দলেতে মানব জীবন পানসে । ধর্ম কয় শান্তির কথা গায় মানুষের জয়গান মানুষ ছাড়া ধর্ম হলো ফাকা বুলি নিস্প্রান । মানুষের মাঝে মহান সত্তা খুজে দেখ মন বেদিতে ক্ষুধিতের মুখে দিয়ে অন্ন পারে পরে যা মসজিদে মানুষ আছে বলে ধর্ম আছে ধর্ম আছে বলে নাই মানুষ তবু ধর্ম নিয়ে কোন্দল করে মরে মানুষ হয়ে বেহুশ । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.