প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
এই লেখাটি রাশিফল নিয়ে। যারা রাশিতে বিশ্বাস করেন তাদেরকে এই পোস্টটি না পড়ার জন্যে অনুরোধ করছি। আর যারা রাশিতে বিশ্বাস করেন না, তারা এই পোস্টটি পড়ে দেখতে পারেন।
রাশিফল
সকালবেলা সবাই যখন নাশতা খেতে এলো,
টেবিলেতে বুয়া সবার নাশতা দিয়ে গেলো।
নাশতা খেতে বসলো সবাই যে যার খাবার নিয়ে,
এমন সময় হকার এসে পেপার গেলো দিয়ে।
নাশতা শেষে হঠাৎ দাদা বলেন কৌতুহলে,
"দেখোতো কী লিখেছে আজ সবার রাশিফলে?"
ছোট বাবু ঘুমিয়ে তখন ছিলো বাবার কোলে;
মা বললো, "আমিই দেখি কার রাশি কী বলে। "
দাদার রাশি শুনে সবার দু'চোখ ছানাবড়া,
তার নাকি ভেঙ্গে যাওয়া প্রেম লাগবে জোড়া।
পুরষ্কার পাবেন তিনি বিশেষ নৃত্যকলায়,
তাইতো শুনে সবাই হেসে উঠলো উঁচু গলায়।
স্কুলেতে দাদীর হবে নতুন কিছু শেখা,
দাদীর রাশি অনুযায়ী তাইতো আছে লেখা।
বলছে রাশি - অফিসের বসের আদেশে
বাবা'র কোলের বাবু নাকি যাবে বিদেশে।
চাচীর ছোট ছেলে সেতো পড়ে যে ক্লাস ফোরে,
তার ব্যবসা বাড়বে নাকি রাজনীতিরই জোরে।
রাশিমতে চাচার উচিত চাকরী খুঁজে দেখার,
অবাক মুখে বললো চাচা, "আমি তো নই বেকার!"
চাচীর হবে আদায় যত পাওনা আছে তার।
বললো চাচী, "আমার কাছে নেয়নি তো কেউ ধার। "
বাবার রাশি পড়ার পরে সবাইকে মা জানায়,
অগ্রগতি হবে বাবা'র বিয়ের আলোচনায়।
একটু পড়েই লাজুক মুখে দিলেন মুচকি হাসি,
'কুস্তি খেলায় সফল হবেন' বলছে মা'য়ের রাশি।
সবার শেষে বললো হেসে বাসার কাজের বুয়া,
"আমার মতে রাশিফলটা পুরোটুকুই ভুয়া। "
মনিরুল হাসান,
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।