আমাদের কথা খুঁজে নিন

   

রাশিফল



রাশিফল কে কে বিশ্বাস করেন কে কে করেন না? আমি কিন্তু করি না। কারন এর মধ্যে বিশ্বাস করার মত কিছুই পাই নাই। রাশি যারা গননা করে তারা বেশির ভাগ ক্ষেত্রেই মানুষের ভাব মর্জি ধরন বুঝে মানুষে মতের সাথে মিলিয়ে নানান কথা বলে মানুষকে আকৃষ্ট করে। যেমন- যাত্রা শুভ, কর্মস্থলে উন্নতির সম্বাবনা আছে, রোমান্স ও বিনোদন শুভ, বিদেশ যাত্রার ক্ষেত্রে হিসেব করে চলতে হবে, আকশ্মিক অর্থ প্রাপ্তির যোগ আছে ইত্যাদি ইত্যাদি। যার বেশীর ভাগই পজেটিভ কথাবার্তা।

যেসকল কথা মানুষ নিজের ক্ষেত্রে সহজেই মেনে নেয়। কিছু সাধারন নেগটিভ কথাও তারা বলে। যা যেকোন লোকের বেলায় যে কোন সময় ঘটতে পারে। যেমন- সহকর্মীর ভুলের কারনে বড় ধরনের কাজ হাত ছাড়া হয়ে যেতে পারে, প্রেমের ব্যাপারে অতি উৎসাহি হওয়া ঠিক হবে না, দূরের যাত্রায় সতর্ক থাকুন ইত্যাদি ইত্যাদি। এগুলোর কতটুকু বিশ্বাসযোগ্য সেটাই প্রশ্ন।

সবচেয়ে বড় ব্যাপার হলো, সারা পৃথিবীর প্রায় সাড়ে ছয়শত কোটি লোককে বারটি রাশি দ্বারা ভাগ করা হয়েছে। তাহলে একটা রাশির জাতক-জাতিকা হয় প্রায় ৫৪.১৭ কোটি লোক। যাদের সকলের ভাগ্য এক বা অভিন্ন। যা কোন ভাবেই হতে পারে না। বাস্তবতা হলো, প্রত্যেকটা লোকের ভাগ্য স্বতন্ত্র, কারো ভাগ্যের সাথে কারো ভাগ্য কোনদিন মিলবে না।

আরেকটু অন্যভাবে বললে বলা যায়, আমেরিকার টুইন টাওয়ার ধংসে হাজার হাজার লোক মারা যায়। সেখানে নিশ্চয় সব জাতক-জাতিকার লোকই ছিল। তাদের সকলের ভাগ্য এক হয়ে গেল কি করে ? বিভিন্ন পত্রিকায় প্রতিদিন রাশিফল দেয়া থাকে। আপনি চার পাঁচটা পত্রিকা দেখেন, একই দিনে একই ব্যাক্তির রাশিফল একেক পত্রিকায় একেক রকম হবে। আমি মিলিয়ে দেখেছি পুরা বিপরীতধর্মী কথাবার্তাও পাওয়া যায়।

সুতরাং এই রাশিফলের ক্ষেত্রে ভাগ্য, ব্যাক্তিভেদে ভিন্ন নাহলেও গনকভেদে ভিন্ন হতে পারে। যা কোনভাবেই বিশ্বাসযোগ্য নয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।