আপনি যদি জীবনে ক্যারিয়ার চান তবে লম্বা করে নি:শ্বাষও নেবেন না, কেননা তাতেই আপনি অন্যর চেয়ে পিছিয়ে পড়বেন।
আপনি যে প্রকার মডেমই ব্যবহার করুন না কেন নিচের সুত্রগুলো প্রয়োগ করে আপনি আপনার নেট স্পীড অনেক বাড়াতে পারেন ।
১. মজিলা ফায়ারফক্স ইন্সটল করুন।
২. এরপর গর্জিলা ইন্সটল করে স্পীড মুড ল্যান/ডি.এস.এস.এল/স্যাটেলাইট সিলেক্ট করুন।
৩. সিস্টেম মেকানিক ৩.৭ বা কোন আপগ্রেডেড ভার্সন ইন্সটল করে স্পীড মুড আগের মত সিলেক্ট করুন।
ভিন্ন মুড সিলেক্ট করবেন না ।
৪. সিস্টেম মেকানিক এ নেট বুস্টার মুড অন করে পি.সি রিস্টার্ট করুন।
কন্ট্রোল প্যানেলে সব মুড ডিফল্ট রাখুন। ভয় নেই আপনি যে ভার্সনের মডেমই ব্যবহার করুন না কেন সুত্রগুলো সার্বজনীন। সুতরাং ইপভোগ করতে থাকুন দারুন এক স্পীড আপনার মডেম হতেই।
কোন প্রশ্ন বা মতামত পাঠাতে ব্রাউজ করুন।
www.sunflamemultimedia.viviti.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।