আমাদের কথা খুঁজে নিন

   

আমি আইছি ল যাইগা,তোরে ছাড়া বাঁচুমনা

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

আমার আক্তারা শুক্তারা বেগম আমি আইছি ল যাইগা এই হাউকাউ শহরে তোরে একটুও মানাইবোনা। হের লিগা আমি আইছি ল যাইগা। রাখ তোর সেলাইয়ের মেশিন পইড়া থাউক হালা দর্জির দোকান মেশিনের খটখট ঘামের দুর্গন্ধ। দেখলি না হালা সুপারভাইজার তোর দিকে কিমুন কইরা চায়? ঐ ব্যাটা লুচ্চার লুচ্চা তোরে নষ্ট কইরা ছাইড়া দিব সক্কাল আটটা থাইকা রাইত বারোটা মাসিক দিব সর্বমোটে তিনহাজার কাম নাই তোর গতর খাটার ল যাইগা। একবার কারেন গেলি পরে বদমাইশ পোলারা তোর বুক পেট পাছায় খামচায়া ধরব আমি আইছি তোরে নিবার লিগা ল যাইগা।

আমাগো গেরামে চল হাচা কইরা কইতাছি আমি তোরে বালাফাই চল গেরামে চল গেরামে গিয়া আমরা ইটিসপিটিস পিরিত করুম নিরালে বইসা দুইডা ভালোবাসার কথা কমু ল যাইগা। দেখস্ নাএই শহরের বেইলারা গালে গাল পালিশ ঠোঁডে লাল পালিশ মাইখা কিমুন কইরা খালি বেক্কেড় বেক্কেড় হাসে আমার ইকটুও ভালা লাগেনা ল যাইগা। আমি তোরে ইমুন পিরিতের কথা কমু তোর গাল শরমে লাল হইয়া যাইব ল যাইগা। এই বালের শহর তোরে বেঁইচা দিব দেখিস্ না রাইতের বেলা- এই শহরের অলিগলির মইধ্যে কত রকম মাইয়া মানুষ শরীর বেঁচনের লাইগা কুইকুই কইরা ঘুরে? এইখানে আমি তোরে দেখতে পারুম না। আল্লার কসম কইরা কইতাছি আমি তোরে ভালোবাসি।

ল যাইগা গেরামে চল। আমরা ইটিস পিটিস পিরিত করুম হাত কাইটা রক্ত দিয়া তোর কাছে চিঠি লেখুম বুকে পুইড়া তোর নাম লেখুম। তোর বাপরে ডরাইয়া লাভ নাই আমাগো মফিজ আছেনা? হেতে হইল গিয়া ডাকপিয়ন হেতের মাইধ্যমে আমরা চিঠি চালাচালি করুম ল যাইগা আমরা ইমুন পিরিত করুম- জোয়ান বুড়া পোলা মাইয়া- গেরামের বেবাক মাইনসে আমাগো পিরিতের কথা কয়ব। তোর বাপ রমজান চাচা যদি তোরে তালা দিয়া আটকায়া রাখে রাইতের বেলা সিঁদ কাইটা তোরে লইয়া ভাইগা যামু দুইজন সাক্ষী রাইখা কাজীর ঘরে গিয়া বিয়া করুম ল যাইগা আমার আর সইয্য হইতাছে না গেরামে চল তোরে ছাড়া আমি বাঁচুম না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।