আমাদের কথা খুঁজে নিন

   

ইমাম মেহেদীর অপেক্ষায়.........মুলঃ হারুন ইয়াহিয়া (পর্বঃ৬)

। । ..জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে,ধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে.। । মহাজাগতিক আলামত রমজান মাসে চন্দ্র এবং সূর্যগ্রহন হওয়া।

ধূমকেতুর উদ্ভব। পূর্বদিগন্তে আলোক ঝলকানি। দুইলেজ বিশিষ্ট ধূমকেতুর আগমন। মহাকাশে হাতের আকৃতির উদ্ভব। সূর্যে আলামতের প্রকাশ।

আগের পর্বসমূহ ইমাম মেহেদীর অপেক্ষায়ঃ দুই লেজ বিশিষ্ট ধূমকেতুর আবির্ভাব। বিখ্যাত সুন্নি স্কলার ইমাম রাব্বানি তাঁর লেখা “ লেটারস অব রাব্বানি” তে ইমাম মেহেদীর আগমনের দুইটি শর্তের কথা বলেছেন ১ম শর্ত তাঁর বইয়ের ১/৫৬৯ পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেন হাদিস মতে নবী (সঃ) এর সময় থেকে ১০০০ বছর অতিক্রান্ত হলে ইমাম মেহেদীর আগমন ঘটবে। সেই অনুসারে আমরা এখন ১৪৩৪ হিজরি সন পার করছি যা নবী(সঃ) কতৃক বর্ণিত সময় পার করেছে অতএব ইমাম মেহেদীর আগমন এখন সময়ের ব্যাপার মাত্র (আল্লাহ্‌ই ভালো জানেন)। ২য় শর্ত ইমাম রাব্বানি দ্বিতীয় যে শর্তের কথা উল্লেখ করেছেন তা হল দুই লেজ বিশিষ্ট উজ্জ্বল এক ধূমকেতুর আবির্ভাব যা পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। ( লেটারস অব রাব্বানি, পৃঃ ১১৮৪) দুই লেজ বিশিষ্টঃ ২০০৯ সালে পৃথিবীর খুব কাছ দিয়ে দুই লেজ বিশিষ্ট একটি ধূমকেতু পরিভ্রমণ করে যায় যা লুলিন নামে পরিচিত যা হাদিসে বর্ণনা অনুসারে ঠিক ঠিক মিলে যায়।

উজ্জ্বল ধূমকেতুঃ ধূমকেতুটি উজ্জ্বল চোখ ধাঁধানো বর্ণ বিচ্ছুরণ করছিল। নিচে এই অত্যাশ্চর্য ঘটনার বিস্তারিত বিবরণের লিংক এবং ছবি দেওয়া আছে। রেফারেন্স ১ রেফারেন্স ২ ইমাম মেহেদীর অপেক্ষায়ঃ মহাকাশে হাতের আকৃতির উদ্ভব আসমা বিনতে উমায়েস থেকে বর্ণিত নবী (সঃ) বলেন “ ঐ দিনের (ইমাম মেহেদির আগমন) আলামত হল ঊর্ধ্বাকাশ থেকে একটি হাত প্রসারিত হবে এবং মানুষ সে দিকে চেয়ে থাকবে”। (আল-মুত্তাকী আল হিন্দি, আল বুরহান ফি আলামাত আল মেহদী আখির আয জামানা, পৃঃ ৬৯, ৫১) হাদিসের বর্ণনা অনুসারে ঊর্ধ্বাকাশে এক হাতের আকৃতির উদ্ভব হবে ইমাম মেহেদীর আগমনের আলামত হিসাবে। ২০০৯ সালের এপ্রিল মাসে নাসার Chandra X-Ray Observatory তে মহাকাশে neutron নক্ষত্রের সমষ্টিতে এক হাতের আকৃতির সৃষ্টি হয়।

নিচে এর লিংক এবং ছবি দেওয়া হল। রেফারেন্স ১ রেয়ারেন্স ২ “আল্লাহ যথার্থরূপে নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন। এতে নিদর্শন রয়েছে ঈমানদার সম্প্রদায়ের জন্যে। ” সুরাঃ আনকাবুত আয়াতঃ ৪৪ “নিশ্চয় নভোমন্ডল ও ভূ-মন্ডলে মুমিনদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। ” সুরাঃ আল-জাআতিয়া, আয়াতঃ ৩ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.