আমাদের কথা খুঁজে নিন

   

চৌম্বকীয়.



তোমাষ ভালবাসার উত্তাপ আমার বুকে সুখের ক্ষত আমার হৃদয়ের অনন্ত গহীনে সেই উত্তাপ ছড়াচ্ছে ক্রমাগত। তুমি এখন আর অচেনা স্বপ্ন নও এখন তোমার বসবাস আমার গভীরে। হে সতর্ক সুখ পাখি! আমার ভাবনার রাজ্য!! নরম আর ভংগুর হৃদয়ে জ্বেলেছ আলো দিয়েছ সকল প্রেরনা আমার মৃত্যু চিন্তা,যাতনা সব বদলে দিচ্ছ। আমি এখন অশান্ত গহীন সমুদ্রের তীর খুঁজে পেয়েছি। সব কিছু ভাগা ভাগি করে নেবো বলে আমি দাড়িয়ে আছি তোমার দুয়ারে। তোমার চৌম্বকীয় আকর্ষন আমায় গ্রাস করুক আজ এটাই চাই আজ শুধু তোমায় চাই তোমাকে-ই-চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।