পৃথীবিতে কিছু নীল মানুষ আছে যাদের জন্য পৃথীবি কখনও কাঁদেনা। অথচ পৃথীবিটা কেবল বেঁচে আছে ওই নীল মানুষদের ভালোবাসায়। যারা নীরবে নি:স্বার্থভাবে পৃথীবি সাজাতে গিয়ে একসময় নিজেরাই হারিয়ে যায়। আমিও হারাতে চাই ও নীল মানুষদের দলে।
নাগুতে 'দি ডার্ক জাস্টিস' এই নিকটা আজকে একটা পোস্ট দিছে যার ভূমিকার কথা গুলা হইল-
"এরকম একটা লেখা শুরু করতে যাওয়া অনেকটা ঝুঁকির মত।
তারপরেও ঝুঁকি নিতে হয়। হুমায়ুন আজাদ বলে গিয়েছিলেন, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে সত্য বললে সবাই তারে বাহবা দেয়,সাহসী বলে। কত বড় অসভ্য দেশ হলে সত্য ভাষনে মানুষ আহলাদিত হতে পারে!! সত্য ভাষন শুনে যেখানে “উরি বাবা! উরি বাবা! কি সাহসী!!!” মানুষ সত্য বলবে এটাই স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক কাজটাই বাঙলাদেশে এখন সাহসের কাজ। এই রকম চিন্তার উদ্রেক ঘটে সেখানে বুঝতে হবে ওই দেশের অবস্থান কোথায়। যাই হোক, এই লেখাটা লিখছি আপনাদের আবারো মনে করিয়ে দেবার জন্য যে, দেশের প্রচলিত আইন কানুন কিছু কিছু মানুষের জন্য নয়।
এইসব মানুষ আইনের উপরে পা রেখে বসে বসে ললিপপ খায়। "
বাকি লেখাটুকু পড়ুন নাগরিক ব্লগে।
আমার কাছে মনে হইল আপনাগো লগে শেয়ার করা দরকার তাই শেয়ার দিয়া দিছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।