আমাদের কথা খুঁজে নিন

   

আজিজ সুপার মার্কেট

পাখি এক্সপ্রেস

লাত্থি খাওয়া বিড়ালের মতোন কেঁই কেঁই কইরা সিঁড়িতে মূর্ছায় ইন্টালেকচুয়াল। বয়ারচরের বানে মেশা আদর্শের পান্ডুলিপি যদি বাংলায় কই- জন্মান্ধের মতোন মুগ্ধ! কার যেন এলানে এ বাড়ির রাধুনী পালাইছে! সাত পাতিলের তলা খুঁইজা ধোঁয়ার কষে গলা ভিজানোর পর জীবিত চোখে আত্মার প্রেতাত্মাদের দেখতেই আচমকা প্রেমিকার মুখ ভাইসা ওঠলো! শালার কাঁধে ওইঠা দু'জন বহ... বোইন আপনে কই যাইবেন... আবার কেউ একজন কইলো- হালারে ছিপাই পালাইয়া ল কসম! ওইসব ভুইলা গিয়া কিশোরীর বুকে মানচিত্রের ফুইলা ওঠন দেইখা লুঙ্গির প্যাঁচে দড়ি বানাই- আমি আসমান ধইরবার চাই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।