কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©
দু দলই ফাইনালে খেলুক।
আর দু দলই ফাইনালে গেলে আমি কারে সমর্থন করবো।
দুদলকেই সমর্থন করবো।
চাইবো খেলাটা যেন অমীমাংসিত টাই হোক।
তারপর ফিফার নিয়ম পরিবর্তন করে, ইংরেজী বর্ণমালার ক্রমানুসারে--
A তে আর্জেন্টিনা প্রথম দু বছর আর
B তে ব্রাজিল পরের দু বছর বিশ্বকাপ নিজেদের কাছে রাখুক।
আর্জেন্টিনার কষ্টও দেখতে চাইনা, ব্রাজিলের দুঃখও সইতে পারুম না।
বড় ফেরকায় আছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।