আমাদের কথা খুঁজে নিন

   

অসাধারণ কিছু সুর: অসামান্য যন্ত্রশিল্পীদের ছোঁয়ায় তা হয়ে উঠেছে মনোমুগ্ধকর



অসাধারণ কিছু সুর রয়েছে যেগুলো শুনলেই মনের মাঝে এক পবিত্র অনুভূতি জাগে। মন ভালো হয়ে যায় নিমেষেই। আমি সুযোগ পেলেই সুরগুলোর ইনস্ট্রুমেন্টাল শুনি। আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না! ১। The Loanly Shephard: জর্জ জামফিরের নাম অনেকেই শুনেছেন।

তিনি রোমানিয়ার একজন বিখ্যাত প্যান ফ্লুইট (এক ধরণের বাঁশি) বাদক। চমৎকার কিছু সুর তার বাঁশিতে স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করে। "কিল বিল" নামক চলচ্চিত্রে তার বাজানো "দ্য লোনলি শেফার্ড" একটি চমৎকার সুর। এখানে "দ্য লোনলি শেফার্ড"এর একটি পরিবেশনার ভিডিও দিলাম যেখানে জামফিরের সাথে আছেন বিখ্যাত অর্কেস্ট্রা শিল্পী জেমস লাস্ট। ২।

Can't Fight the Moonlight: জর্জ জামফিরের বাঁশিতে আরেকটি অসামান্য সুর সঙ্গীত এটি। কয়োটে আগলি মুভিতে এই সুরটির একটি ভিন্ন ভার্শন ব্যবহৃত হয়েছে। ৩। Imagine: জর্জ লেননের সুর করা কালজয়ী ইমাজিন গানটির সুর সত্যিই অসাধারণ। এই সুরটিও অন্য এক প্যান ফ্লুইট শিল্পীর বাঁশিতে মূর্ত হয়েছে ভিন্ন আঙ্গিকে।

৪। Ocean's 12 মুভিতে একটি দৃশ্য আছে যেখানে একজন ফরাসী চোর জাদুঘরের লেজার ফিল্ডকে ফাঁকি দিয়ে একটি হীরা চুরি করে। তখন ব্যাকগ্রাউন্ডে একটি চমৎকার সুর বাজে। নিচে আরও কয়েকজন প্যান ফ্লুইট শিল্পীর বাঁশিতে বাজানো চমৎকার আরও কয়েকটি সুরের লিংক দিলাম। Colours of the Wind Celtic Pan-Flute আমাদের ইন্টারনেট স্পিডের যে অবস্থা তাতে অনলাইনে সুরগুলো শোনা দূরহ ব্যাপার।

স্ট্রিমিং করে শুনতে পারেন। ভাল লাগলে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য আইডিএম ব্যবহার করতে পারেন। আইডিএমের স্থায়ী ব্যবস্থা করতে দি ফ্লাইং ডাচম্যান ভাইয়ের এই তরিকা অবলম্বন করতে পারেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।