আমাদের কথা খুঁজে নিন

   

Lionel Messi, EL বাদ দিয়ে সিংহ মেসীর রাজসিক হুংকারের প্রতিক্ষায় ,সাথে একটি ফুটবল বিষয়ক তাজা কৌতুক

কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©

লিজেন্ড ম্যারাডোনার ভাব শিষ্যের কারিশমা দেখার অপেক্ষায় জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়াম। গো মেসি, গো আর্জেন্টিনা, মেসির নান্দনিক যাদুতে দীপ্তি ছড়াক ফুটবল উম্মাদনা। তাজা কৌতুক: পাপ পূন্যের হিসাব না করে শ্রষ্ঠা সিদ্ধান্ত নিলেন, প্রতিটি মানুষের আই কিউ এর কার্যকরি প্রয়োগের ভিত্তিতে স্বর্গ- নরকের বন্দোবস্ত করবেন। জাজমেন্ট ডের সুবিশাল মাঠে শ্রষ্ঠা সুউচ্চ আসনে সমাসীন হয়েছেন। বিভিন্ন দিক থেকে এন্জেলরা খবর নিয়ে আসছেন শ্রষ্ঠার কাছে।

এন্জেলরা বলল, শ্রষ্ঠা ঐ যে মাঠের একেবারে দক্ষিণে নিরিবিল একটা দল বসে আছে, ওদের এভারেজ আই কিউ ২৪১ এর ওপরে। শ্রষ্ঠা বললেন-- ওরা হলো পৃথিবীতে বিগ্গানীদের দল। যাও ওদেরকে স্বর্গে পাঠাও। পৃথিবী নামক গ্রহে ওদের দ্বারা অনেক কল্যান সাধিত হয়েছে। এন্জেল দল আবার খবর নিয়ে এলো, শ্রষ্ঠা ঐ যে আরেক দল মাঠের পশ্চিমে চুপচাপ বসে আছে।

ওদের এভারেজ আই কিউ প্রায় ২৩০-২৪০ এর ভিতরে। শ্রষ্ঠা বললেন, ওরা হলো ডাক্তারের দল, অসুস্থ মানুষের সেবা দিয়েছে। ওদেরকেও স্বর্গে পাঠাও। শুধু ওদের মাঝ থেকে কিছু মানুষকে বাদ দাও যারা সেবার নামে রক্ত চুষেছে। এন্জেল দল এভাবে ইন্জিনীয়ার , পরিবেশবাদি, সমাজসেবক, শিক্ষক,বিপ্লবী প্রভৃতি মানুষের আই কিউয়ের খবর নিয়ে এলো এবং শ্রষ্ঠা সবাইকে স্বর্গ পাঠালেন।

কিন্তু একদল এন্জেল কোনো খবরই নিয়ে আসছেনা। শ্রষ্ঠা আরেকদল স্পেশাল এন্জেলকে ফোর্সকে পাঠালেন ওদের খবর আনার জন্য। কিছুক্ষণ পর ওরা খবর নিয়ে এসে শ্রষ্ঠাকে বললো, শ্রষ্টা বিরাট একটা সমস্যা হয়েছে, মাঠের মাঝখানে একটা দল শুধু দৌড়া দৌড়ি করছে আর ওদের কোনো আই কিউ ই খুঁজে পাওয়া যাচ্ছেনা, ফলে এন্জেল দল ওদের আই কিউ এর রিপোর্ট ছাড়া আপনার দরবারে আসতে ভয় পাচ্ছে। শ্রষ্ঠা বললেন, যাদের কোনো আই কিউই নাই, ওদের আই কিউ খুঁজে পাবে কীভাবে। এই দল হলো, ২০১০ সালের ফিফা বিশ্বকাপের রেফারি।

আজকে ওদেরকেই আমি আমার লাল কার্ড দেখালাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।